মনোদীপ ব্যানার্জী,স্পোর্টস ডেস্কঃ
ঘটলো না কোনো মিরাকল।১৯ র বিশ্বকাপ থেকে বিদায় নিলো পাক বাহিনী।শেষ চারে উঠতে গেলে প্রথমে ব্যাট করে পাকিস্তানের দরকার ছিলো ৪০০ রান।শুধু তাই নয় বাংলাদেশকে হারাতে হতো ৩১৬ রানে।এরকম এক অসম্ভবকে সামনে নিয়ে ব্যাট শুরু করে পাকিস্তান।কিন্তু দুই ওপেনারের মন্থর ব্যাটিং পাক বাহিনীর সমস্ত আসায় জল ঢেলে দেয়।নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩১৫ রান করে পাকিস্তান।
বিশ্বকাপে সর্বকনিষ্ঠ পাক ব্যাটসম্যানরুপে সেঞ্চুরি হাঁকান বছর তেইশের ইমাম-উল-হক (১০০) l শতরানের ঠিক চার রান আগে আউট হন বাবর আজম।
বাংলাদেশের হয়ে ৫ উইকেট নেন মুস্তাফিজুর।ব্যাট করতে নেমে সাকিবের ৬৪ রান ছাড়া তেমন কেউই টিকে থাকতে পারলো না পাক পেসার শাহিন আফ্রিদির বিধ্বংসী বোলিং-এর সামনে। উনিশ বছরের শাহিন একাই নিলেন ৬ টি উইকেট।২২১ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।
তবে চলতি বিশ্বকাপে সবার নজর কারল বাংলাদেশি অলরাউন্ডার সাকিব-আল-হাসান।৬০৬ রান করে এখনও সর্বাধিক রান সংগ্রাহক তিনিই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584