কেন্দ্রীয় মন্ত্রীসভায় অনুমোদন পেল কৃষি আইন প্রত্যাহারের প্রস্তাব

0
81

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

কৃষি আইন প্রত্যাহারের প্রথম পদক্ষেপ কেন্দ্রের। গত ২০ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন যে প্রত্যাহার করে নেওয়া হবে বিতর্কিত তিন কৃষি আইন। প্রধানমন্ত্রী এও বলেন যে, সংসদের শীতকালীন এই আইন প্রত্যাহারের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তারই প্রথম পদক্ষেপ হিসেবে কৃষি আইন প্রত্যাহারের প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রীসভা।

Farmers protest
ফাইল চিত্র

সূত্র মারফত জানা গিয়েছে, বুধবার ক্যাবিনেটে পেশ করা হয় কৃষি আইন প্রত্যাহারের খসড়া বিল এবং তাতে অনুমোদনও দিয়েছে ক্যাবিনেট। রীতি অনুযায়ী কোন বিল সংসদে পেশ করার আগে তা ক্যাবিনেটে পেশ করা হয়। ক্যাবিনেটে ওই বিল সর্ব সম্মতিক্রমে পাশ হলে সংসদে বিলটি পেশ করা হয়।

আরও পড়ুনঃ কৃষক আন্দোলনকে ‘খলিস্তানি’ আন্দোলনের সঙ্গে তুলনা কঙ্গনার, এফআইআর দায়ের মুম্বাইতে

আগামী সোমবার, ২৯ নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। সংসদীয় কমিটি জানিয়েছে, অধিবেশনের প্রথম দিনেই ‘কৃষি আইনসমূহ প্রত্যাহার বিল, ২০২১’ সংসদে পেশ করা হবে। এই বিলের মাধ্যমেই তিন কৃষি আইন প্রত্যাহার নিয়ে আলোচনা হবে সংসদে। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী জানান, ২৯ নভেম্বর অধিবেশনের শুরুতেই কৃষি আইন প্রত্য়াহার নিয়ে আলোচনা হবে। কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের তরফেও এই তিন আইন নিয়ে আলোচনা হবে, তবে সেই আলোচনার দিন এখনও নির্ধারিত হয়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here