সুদীপ পাল, বর্ধমানঃ
যা আশঙ্কা করা হচ্ছিল, তাই হল। গতকাল বৃহস্পতিবার ভোর থেকে পূর্ব বর্ধমান জেলায় শুরু হয়েছিল বৃষ্টি আর সাথে মেঘলা আকাশ।
আজ সকাল থেকে বৃষ্টি না হলেও রোদের দেখা সেভাবে মেলেনি। মেঘলা আবহাওয়া নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। ক্ষতির আশঙ্কায় তাঁদের মাথায় হাত পড়েছে।
এর আগে বুলবুলের জেরে পূর্ব বর্ধমান জেলায় আমন ধান, আলু, পেঁয়াজ সবকিছু মিলিয়ে প্রায় ৫০ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছিল। এ বছর জেলায় মোট ৭৯ হাজার ৪৪৫ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে।
আরও পড়ুনঃ কৃষিমেলায় অনুষ্ঠিত ‘মানব পুতুল’ ঘিরে উদ্দীপনা
নিউজফ্রন্টের এই প্রতিনিধি চাষীদের সাথে গত প্রতিবেদন লেখার সময় কথা বলেছিলেন। তখন তাঁরা জানিয়েছিলেন, জাঁকিয়ে ঠান্ডা পড়া আলু চাষের পক্ষে ক্ষতিকর নয়।
কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে তা যথেষ্ট চিন্তার। চাষীদের সেই আশঙ্কাই সত্য হলো এবং অকাল বৃষ্টিতে চাষিরা এখন নাবী ধসা রোগ হওয়ার আশঙ্কা করছেন। ধসা রোগের আক্রমণ দেখলে সঠিক সময়ে প্রয়োজনীয় ওষুধ কি প্রয়োগ করবেন তা নিয়ে তাঁরা চিন্তিত।
আরও পড়ুনঃ বালুরঘাটে আত্রেয়ীশ্বর মন্দিরের কাঁচ ভেঙে চুরি প্রণামি বাক্স
যদিও গতকাল বৃষ্টির পরে আজ যদি আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকে তাহলে ক্ষতির পরিমাণ কিছুটা কমবে। গতবারের চেয়ে আলুর চাষ এবারে বেশি হয়েছে বলে মনে করছে জেলা পরিষদ। জেলা পরিষদের কৃষি দপ্তরের কর্মাধ্যক্ষ মহম্মদ ইসমাইল বলেন, বৃষ্টির জন্য যদি কোন রোগের আক্রমণ হয় তাহলে চাষীদের কি পদক্ষেপ নেওয়া উচিত সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে।
চাষীরা বলছেন, বুলবুলের প্রভাবে গত নভেম্বর মাসে আমন ধান, সবজির সঙ্গে আলু চাষের ক্ষতি হয়েছিল। যাঁরা আগাম আলু লাগিয়েছেন তাঁদের ক্ষতির সম্ভাবনা এবার বেশি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584