নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
কয়েক দফার আলোচনার পরেও এখনও মেলেনি সমাধানসূত্র। এর জেরে এবার নয়া কৃষি আইন বাতিলের দাবিতে আগামী ৮ ডিসেম্বর ভারত বনধের ডাক দিল আন্দোলনরত কৃষক সংগঠনগুলির নেতারা। সিংঘু সীমানায় কৃষকরা এই বনধ ডেকেছেন।
ভারতীয় কৃষক ইউনিয়নের সাধারণ সম্পাদক হরবিন্দার সিং লাড়খাওয়াল বলেন, ‘গতকাল সরকারের সঙ্গে বৈঠকের সময় আমরা পরিষ্কার বলেছিলাম যে নয়া কৃষি আইন বাতিল করতে হবে। সেই কারণেই আগামী ৮ ডিসেম্বর ভারত বনধ-এর ডাক দিয়েছি আমরা।’
সারা ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা বলেন, ‘এই প্রতিবাদকে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সরকারকে কৃষি প্রত্যাহার করতেই হবে।’
আরও পড়ুনঃ দিল্লিতে আন্দোলনরত কৃষকদের পাশে থাকার আশ্বাস মমতার
উল্লেখ্য, তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমানা লাগোয়া এলাকায় আন্দোলনে নেমেছেন কৃষকরা। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় কৃষকদের সঙ্গে বৈঠকে বসে মোদী সরকার। কিন্তু সেই বৈঠকও নিষ্ফলা হয়। কৃষকদের বিক্ষোভের আঁচে কৃষি আইনে সংশোধন আনতে পারে সরকার, এমন ইঙ্গিত দেন কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর। কিন্তু তাতেও বরফ গলেনি।
আরও পড়ুনঃ নিঃশর্ত ক্ষমা চাইতে হবে- আইনী নোটিশ কঙ্গনাকে
কৃষক বিক্ষোভ ঘিরে রাজনৈতিক পারদও চড়ছে। কৃষকদের পাশে দাঁড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গিয়েছে রাহুল গান্ধীকেও। এ ইস্যুতে পদ্মবিভূষণ সম্মান ফিরিয়েছেন অকালি দলের নেতা তথা পাঞ্জাবের ৫ বারের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584