আইন প্রত্যাহার না হলে বরিসকে আসতে মানা

0
58

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

কৃষি আইন প্রত্যাহার করা নিয়ে কেন্দ্রের উপর চাপ বাড়াতে চাইছেন কৃষকরা। রিলে অনশন শুরু করেছেন কৃষক নেতারা। এছাড়াও কৃষি আইন নিয়ে কেন্দ্রকে পিছু হঠতে বাধ্য করার জন্য এবার নতুন কৌশল বিক্ষুব্ধ কৃষকদের। আগামী ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন যাতে যোগ না দেন সেজন্য ব্রিটেনের শিখ সাংসদদের কাছে আর্জি জানিয়েছেন আন্দোলনরত কৃষক নেতারা।

borish jonshn | newsfront.co
কোলাজ চিত্র

আরও পড়ুনঃ সুজাতা বিজেপির প্রাথমিক সদস্য ছিলেন কিনা জানা নেই দিলীপ ঘোষের!

ইতিমধ্যেই ব্রিটেনের ৩৬ জন সাংসদ বিদেশ সচিবকে চিঠি লিখে ভারতের কৃষক বিদ্রোহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা জানিয়েছেন, ব্রিটিশ শিখ সাংসদদের তাঁরা আবেদন করেছেন ভারত সরকার এই কালা কৃষি আইন বাতিল না করলে বরিস জনসন যেন না আসেন ভারতে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর উপর চাপ তৈরির জন্য আর্জি জানিয়েছেন তাঁরা। কৃষক নেতা কুলবন্ত সিং সান্ধু বলেন, ‘‘ব্রিটেনের পাঞ্জাবি সাংসদদের আবেদন করেছি, কেন্দ্রীয় সরকার কৃষকদের দাবি না মানা পর্যন্ত তাঁরা যেন বরিসকে ভারতে আসতে বাধা দেন।“

আরও পড়ুনঃ কৃষক আন্দোলনের সমর্থনে সিংঘু সীমান্তের পাঁচ সদস্যের সাংসদ দল

এর পাশাপাশি, কেন্দ্রের পাঠানো চিঠির উত্তর দিতে আজ বুধবার বৈঠকে বসবেন কৃষক নেতৃত্ব। কেন্দ্রের তরফে চিঠিতে বলা হয়েছে, সরকারের সঙ্গে আলোচনায় বসার একটা দিন স্থির করুক কৃষক নেতারা। অন্যদিকে, কৃষক নেতারা আম্বানি এবং আদানির সমস্ত স্টোর বয়কটের ডাক দিয়েছেন।

কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারকে আন্দোলনরত কৃষকদের প্রশ্ন, তাঁদের সুনির্দিষ্ট দাবী, এই কৃষি আইন প্রত্যাহারের; সে বিষয়ে কোনো পদক্ষেপ না করে কেন বারেবারে বৈঠকে ডাকছেন মন্ত্রী?

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here