নিজস্ব সংবাদদাতা,নিউজফ্রন্টঃ ইসলামপুর বাইপাসে যে সকল কৃষকের জমি অধিগ্রহণ করা হয়েছে, দীর্ঘ কয়েকমাস ধরে তারা আবার আন্দোলনে নেমেছেন। কৃষকদের দাবী ২০১৩ সালের জমি অধিগ্রহণ নীতি মেনে জমি অধিগ্রহণ করতে হবে। এবং ন্যায্য দাম ও উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে জমি অধিগ্রহণ করেতে হবে। কৃষকদের আরও দাবি অধিগৃহীত জমিতে প্রকল্পের কাজ শুরু করতে হবে জমির ফসল তোলার পরে।
প্রশাসনের তরফ থেকে প্রথমে আলোচনা পরে বল প্রয়োগ করে আন্দোলন থামানোর চেষ্টা করা হয়। গত সপ্তাহে আন্দোলনরত কৃষকদের উপর লাঠি চার্জ করা হয়। কয়েকজন কৃষককে গ্রেপ্তরাও করা হয়। কিন্তু তাতে সমস্যার সমাধান হয়নি। কৃষকেরা দাবী আদায়ের জন্য ধর্নায় বসেছেন।
সারা ভারত কৃষক সভা প্রথম থেকেই আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়িয়েছে। চাকুলিয়ার বিধায়ক ইমরান আলি রমজ (ভিক্টর) প্রথম থেকেই আন্দোলনের সাথে আছেন। আজ শিয়ালতোড়ে কৃষকদের ধর্না মঞ্চে উপস্থিত ছিলেন সাংসদ মহম্মদ সেলিম।
তিনি কৃষকদের দাবীগুলিকে যুক্তি সংগত বলে উল্লেখ করে পাশে থাকার বার্তা দিয়েছেন। আন্দোলন রত কৃষকেরা আশা করছেন মাননীয় সাংসদের হস্তক্ষেপে তারা দাবী আদায় করতে পারবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584