নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
নতুন বছরে আন্দোলনের তীব্রতা আরও বাড়বে বলে ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন কিন্তু বাধ সাধছে প্রকৃতি। গত এক মাস ধরে দিল্লি-হরিয়ানার সিংঘু সীমান্তে ঘাঁটি গেড়ে বসে আছেন কৃষকরা, হাড় কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে তাঁরা বসে আছেন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে।
কিন্তু এবার সমস্যা বৃষ্টি, যা অন্তরায় হচ্ছে আন্দোলনের। দিল্লি সীমান্তে শনিবার রাতভর বৃষ্টির জেরে সমস্যায় পড়েছেন আন্দোলনরত কৃষকরা। জলে ভিজে গিয়েছে তাঁবু, কম্বল, জ্বালানির কাঠ। তার মধ্যে ঠান্ডার কামড়। তার ওপর জলমগ্ন হয়ে রয়েছে একাধিক জায়গা।
আরও পড়ুনঃ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে মালবাহি গাড়ির ধাক্কা
প্রধানত, অবস্থান বিক্ষোভের জায়গাগুলি বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে রয়েছে। ওয়াটারপ্রুফ তাঁবুও কাজে আসেনি। সংযুক্ত কিষাণ মোর্চার কৃষক নেতা অভিমন্যু কোহার জানিয়েছেন, ওয়াটারপ্রুফ তাঁবু থাকলেও জমা জল এবং ঠান্ডা থেকে নিজেদের রক্ষা করতে পারছেন না কৃষকরা।
তিনি জানিয়েছেন, বিক্ষোভস্থলে বৃষ্টির জলের জন্য অবস্থা অত্যন্ত খারাপ। তাঁদের আক্ষেপ, তাঁদের এমন দুরাবস্থা দেখেও মন গলেনি সরকার পক্ষের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584