নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
কৃষকরা চিকেন বিরিয়ানি খেয়ে বার্ড ফ্লু ছড়ানোর ষড়যন্ত্র করছেন বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়কের। ষড়যন্ত্র করে বার্ড ফ্লু ছড়ানোর উদ্দেশ্যে চিকেন বিরিয়ানি খাচ্ছেন আন্দোলনকারী কৃষকরা, রাজস্থানের রামগঞ্জ মাণ্ডির বিধায়ক মদন দিলোয়ার এমনই বিতর্কিত মন্তব্য করলেন।

তিনি এও বলেন, কেন্দ্রীয় সরকারের উচিত যেভাবে হোক এই আন্দোলন তুলে দেওয়া। যদি ভালো কথাতে কাজ না হয় তাহলে বলপ্রয়োগ করুক সরকার। নাহলে বার্ড ফ্লু’র কারণে বিশাল সমস্যায় পড়বে গোটা দেশ। বিজেপি বিধায়ক মদন দিলওয়ার এর আগেও বহু বিতর্কিত মন্তব্য করেছেন।
কৃষক আন্দোলন প্রসঙ্গে তিনি আরও বলেন , বিক্ষোভকারী কৃষকরা দেশের কথা ভাবেন না। ওঁরা ওখানে পিকনিকের মেজাজে দিন কাটাচ্ছেন, চিকেন বিরিয়ানি থেকে কাজু বাদাম সবকিছুই খেয়ে আনন্দে দিন কাটাচ্ছেন। এটা কোনো আন্দোলনই নয়।
আরও পড়ুনঃ গোটা দেশে বার্ড ফ্লুর আতঙ্ক, ডিম-মাংস খাওয়ায় বিশেষ নির্দেশিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
বিজেপি বিধায়ক এও বলেন যে যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন তাঁদের মধ্যে রয়েছে সন্ত্রাসবাদী, চোর, ডাকাত। তাঁরা কৃষকদের শত্রু।
এর আগে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য অভিযোগ তুলেছিলেন আন্দোলনরত কৃষকদের মধ্যে মিশে আছে খলিস্তানী জঙ্গীরা। যদিও তার স্বপক্ষে কোনো প্রমাণ তাঁরা দিতে পারেননি।
আরও পড়ুনঃ ট্রায়ালের নয় দিনের মাথায় মৃত্যু স্বেচ্ছা সেবকের! কোভ্যাক্সিনের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে উঠছে প্রশ্ন
নয়া তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে প্রায় দেড় মাস ধরে দিল্লির সীমানায় আন্দোলন করছেন, এর মাঝে কেন্দ্রের সাথে আট দফা আলোচনায় বসলেও এখনও মেলেনি কোনো সমাধান সূত্র।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584