নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
তিতলির তান্ডব আর ততার জেরেই মাথায় হাত পড়েছে গোয়ালতোড় এলাকার চাষীদের।কৃষি প্রধান এলাকা গোয়ালতোড়। ফলে কৃষিই প্রধান জীবিকা এলাকার মানুষের।দুর্গা পুজা। উৎসব প্রিয় বাঙালী উৎসবে মেতে উঠেছে। ঠাকুর দেখা আর পার পেড়ে ভালো ভালো রান্না করে খাওয়া বাঙালীর রক্তে বিরাজমান।বাজারে তাই এখন চাহিদা রয়েছে ফুলকপি বাঁধা কপির।দামও ভালোই রয়েছে,কিন্তু দাম থাকলেও তিতলির কারনে গোয়ালতোড় এলাকায় ফুলকপির ব্যাপক ক্ষয়ক্ষতি। ক্ষতির মুখে চাষীরা।
গোয়ালতোড়ের জিরাপাড়া,সুবলবাঁন্দি, উমরাপাতা, কাদড়া প্রভৃতি এলাকায় ব্যাপক পরিমানে চট জলদি কপির চাষ হয়।পুজোর সময় আপামর বাঙালীরর হেঁসেলে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু হঠাৎ বৃষ্টির কারনে ফুলে জল পেয়ে পচন ধরেছে ফুলে।
এছাড়াও গাছও মরতে শুরু করেছে ফলে ক্ষতির মুখ দেখতে শুরু করেছেন চাষীরা। তাদের বক্তব্য এই চট জলদি কপি চাষে খরচ একটু বেশী হয়, প্রতি গাছ ফুল পিছু প্রায় পনের টাকা খরচ পড়ে যাচ্ছে বাজার জাত করা পর্যন্ত।তার মধ্যেই যদি এই ভাবে ফুল নষ্ট হয় তাহলেই তাদের বিপদ।জিরাপাড়ার আরতি লোহার,সাহেব হাজরারা অন্যের জমি লিজে নিয়ে কপি চাষ করেছেন একটু লাভের আশায়,কিন্তু সেই আশায় জল ঢেলেছে তিতলি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584