নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
সুপ্রিম কোর্ট মঙ্গলবার তিনটি কৃষি আইন বাস্তবায়নে স্থগিতাদেশ জারি করে এবং একই সঙ্গে জানায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। এই আইন পর্যালোচনা ও সার্বিক পরিস্থিতি বুঝতে চারজন বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে দেশের শীর্ষ আদালত।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের তরফে বলা হয় যে, “তিনটি কৃষি আইন ঘিরে যে সমস্যা সৃষ্টি হয়েছে তার সমাধান খুঁজে পেতে আদালত কমিটি গঠন করবে ও কৃষক ইউনিয়নগুলিকে এই কমিটির সামনে হাজির হওয়ার কথা জানানো হয়। যদিও কৃষক ইউনিয়নগুলি জানিয়েছে যে তারা আদালত-নির্দেশিত কোনও কমিটি প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন না। নতুন প্রণীত আইন বাতিল না করা পর্যন্ত তারা তাদের প্রতিবাদ চলবে।
এই প্রসঙ্গে অল ইন্ডিয়া কিষাণ সংহতি সমন্বয় কমিটির (এআইকেএসসিসি) একটি বিবৃতি জারি করে জানিয়েছে, “এটা স্পষ্ট যে একটি কমিটি গঠন করেও আদালত বিভিন্ন বাহিনী দ্বারা বিভ্রান্ত হচ্ছে। ”
আরও পড়ুনঃ চীনে এক সোনার খনিতে ভয়াবহ বিস্ফোরণ, আটকে কমপক্ষে ২২ শ্রমিক
প্রধান বিচারপতি এসএ বোবদে নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ যে মধ্যস্থতাকারী কমিটি গঠিত হয়েছে,সেই কমিটিতে থাকবেন কৃষি বিশেষজ্ঞ অশোক গুলাটি, প্রমোদ জোশী, অনিল ঘানওয়াত ও ভূপিন্দর সিং মান। আন্দোলনকারী কৃষকেরা জানিয়েছেন এনারা সকলেই কেন্দ্রের আস্থাভাজন এবং সকলেই একাধিকবার একাধিক মাধ্যমে কৃষি আইনের পক্ষেই মত দিয়েছেন। তবে কমিটির সদস্য পরিবর্তন করা হলেও যে তাঁরা মধ্যস্থতার রাস্তায় হাঁটবেন না তা দ্বর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন কৃষকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584