দাবি আদায়ে অনশনে কৃষকরা, সিদ্ধান্তে অনড় কেন্দ্রও

0
61

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

কৃষি আইন প্রত্যাহার নয় ,অনড় মোদী সরকার। সরকার-কৃষক একাধিক আলোচনাতেও মেলেনি সমাধান। ফলত আরও তীব্র হয়েছে আন্দোলন। তিন নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আজ সকাল ৮টা থেকে ৯ ঘন্টা অনশনে বসেছেন কৃষকরা।

Farmers protest | newsfront.co

দিল্লি সীমানা অবরোধ করে ১৯ দিন ধরে বসে রয়েছেন পঞ্জাব ও হরিয়ানার কৃষকেরা। কৃষক আন্দোলনের নেতা গুরনাম সিং চৌধুরি, সিংঘু সীমানায় বসে আবারো বললেন, কেন্দ্রীয় সরকার আইন প্রত্যাহার না-করা পর্যন্ত তাঁদের আন্দোলন প্রত্যাহারের কোনও প্রশ্ন নেই। যত দিন যাচ্ছে, দেশের অন্যান্য প্রান্তের কৃষকেরা এগিয়ে আসছেন আন্দোলনে যোগ দিতে, আন্দোলনকারী কৃষকদের সমর্থনে পাশে দাঁড়াচ্ছেন।

রফা সূত্র খুঁজতে রবিবার দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর এবং বাণিজ্য প্রতিমন্ত্রী সোম প্রকাশ। বৈঠকের পরে তোমর কৃষকদের আন্দোলন প্রত্যাহার করে আলোচনা চালানোর অনুরোধ জানালেও নিজেদের অনশন চালিয়ে যাওয়ার প্রশ্নে এককাট্টা কৃষক নেতারা।

আরও পড়ুনঃ দাবি আদায়ে দৃঢ় প্রতিজ্ঞ! অনশন অবরোধের পথে কৃষকরা, চাপ বাড়ছে সরকারের

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, কৃষকদের অনশনের সমর্থনে আজ তিনিও অনশন করবেন। আপের নেতা-কর্মীদেরও কৃষকদের পাশে দাঁড়ানোর আর্জি জানান মুখ্যমন্ত্রী। তাঁরাও যাতে আজ অনশনে সামিল হন সেই আবেদন কেজরিওয়ালের। দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের উচিত অবিলম্বে কেন্দ্রের কৃষকদের দাবি মেনে নেওয়া।

আরও পড়ুনঃ কাফিল খানকে মুক্তি দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যোগী সরকার

কৃষকদের সমর্থনে চাকরিতে ইস্তফা দিয়েছেন পঞ্জাব পুলিশের ডিআইজি (কারা)লক্ষ্মীন্দর সিং ঝাকর। সরকার পক্ষ থেকে একদিকে যখন আলোচনার মাধ্যমে কৃষকদের আন্দোলন মেটানোর কথা বলা হচ্ছে, তখনই বিতর্ক উস্কে দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদের অভিযোগ, কৃষক আন্দোলনের পিছনে রয়েছে ‘টুকড়ে টুকড়ে গ্যাং’।

তিনি বলেন, নরেন্দ্র মোদী সরকার কৃষকদের সম্মান করে। কিন্তু কৃষি আন্দোলনকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে ‘টুকড়ে টুকড়ে গ্যাং’। তাদের কোনভাবেই বরদাস্ত করা হবে না,তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে সরকার। কৃষক নেতাদের অজান্তেই মাওবাদীরা আন্দোলনে ঢুকে পড়েছে বলে আজ অভিযোগ করেন বাণিজ্য প্রতিমন্ত্রী সোম প্রকাশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here