নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের প্রতিবাদে দেশ জুড়ে শুরু হয়েছে কৃষক বিক্ষোভ।পাশাপাশি কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছে রাজ্যের কৃষক সংগঠন গুলিও । শুক্রবার কৃষি বিলের প্রতিবাদ জানিয়ে মাদারিহাট বীরপাড়া ব্লকের রাঙ্গালিবাজনা চৌপথিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল বাম কৃষক সংগঠন।
এদিন প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে সারা ভারত কৃষক সভা, সংযুক্ত কিষাণ সভার কর্মী সমর্থকরা ক্ষণিকের জন্য রাঙ্গালিবাজনা চৌপথিতে জাতীয় সড়ক অবরোধ এবং পথ সভা করে কৃষি বিলের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানায়।
আরও পড়ুনঃ পাকা রাস্তার দাবিতে বিক্ষোভ চককাশিতে
এদিন আরএসপি-র জেলা সম্পাদক সুনীল বনিক বলেন, “কেন্দ্রীয় সরকার অগণতান্ত্রিক ভাবে কৃষি বিল পাস করানোর ফলে কৃষকদের আর স্বাধীনতা বলতে কিছুই রইল না।কৃষি ব্যবস্থাটা কর্পোরেটের হাতে চলে গেল। কৃষি বিলের বিরুদ্ধে কিছু সময় রাস্তা অবরোধ করে বাম ফ্রন্টের পক্ষ থেকে আমরা প্রতীকী প্রতিবাদ জানালাম ৷”
আরও পড়ুনঃ কেন্দ্রের আনা কৃষক বিলের প্রতিবাদে বামেদের রাস্তা অবরোধ মেমারিতে
এদিন উপস্থিত ছিলেন আরএসপি নেতা গোপাল প্রধান, সুজিত দাস,প্রদীপ বর্মন, অমিয় সরকার, মহিলা নেত্রী শান্তি উরাও সিপিএমের কল্যাণ রায়,আশিস পঞ্চানন প্রমুখ নেতৃবৃন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584