নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
একের পর এক হিমঘরে চাষীরা বিক্ষোভ দেখালেন আলিপুরদুয়ারে । দুইদিন আগে আলিপুরদুয়ারের ফালাকাটায় আলুর বন্ড বন্টনে কালোবাজারীর অভিযোগ তুলে এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন চাষীরা ৷

এবার আলিপুরদুয়ারের উত্তর পারোকাটা একটি হিমঘরের সামনে আলুর বন্ড নিয়ে কালোবাজারীর অভিযোগ তুলে কৃষকরা বিক্ষোভ দেখালেন ।যদিও এর আগেও এই হিমঘরে বিক্ষোভ করেন চাষীরা তবুও কোন সমস্যার সুরাহা হয়নি ।
চাষীদের অভিযোগ , চাষীদের বন্ড না দিয়ে এক শ্রেণীর ব্যবসায়ী ও তৃণমূল নেতাদের কাছে কালোবাজারী করা হচ্ছে । হিমঘর সংলগ্ন এলাকার বহু চাষী আলুর বন্ড পায়নি বলে অভিযোগ করেন কৃষকরা । চাষীদের অভিযোগ , অবৈধভাবে বন্ড বিলি হয়েছে আমরা পাইনি বন্ড ৷
আরও পড়ুনঃ সমগ্র এলাকাই একদিন পুকুরে পরিণত হবে, আশঙ্কা স্থানীয়দের
আমরা চাষীরা আলু রাখতে না পারলে হিমঘরে তালা মেরে বিক্ষোভ দেখাব ,অনশনে বসব । এই খবর পেয়ে শামুকতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সাথে কথা বলেন কিন্তু পুলিশের আশ্বাসেও বিক্ষোভ তোলেননি চাষীরা ।
তবে কয়েকদিন আগে আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা এসে হিমঘর কর্তৃপক্ষর সাথে কথা বলে তিনিও দুর্নীতির কথা তুলে ধরেন ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584