আলুর বন্ডের কালোবাজারী নিয়ে ফের বিক্ষোভ আলিপুরদুয়ারে

0
56

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

একের পর এক হিমঘরে চাষীরা বিক্ষোভ দেখালেন আলিপুরদুয়ারে । দুইদিন আগে আলিপুরদুয়ারের ফালাকাটায় আলুর বন্ড বন্টনে কালোবাজারীর অভিযোগ তুলে এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন চাষীরা ৷

farmers protest | newsfront.co
বিক্ষোভ ৷ নিজস্ব চিত্র

এবার আলিপুরদুয়ারের উত্তর পারোকাটা একটি হিমঘরের সামনে আলুর বন্ড নিয়ে কালোবাজারীর অভিযোগ তুলে কৃষকরা বিক্ষোভ দেখালেন ।যদিও এর আগেও এই হিমঘরে বিক্ষোভ করেন চাষীরা তবুও কোন সমস্যার সুরাহা হয়নি ।

চাষীদের অভিযোগ , চাষীদের বন্ড না দিয়ে এক শ্রেণীর ব্যবসায়ী ও তৃণমূল নেতাদের কাছে কালোবাজারী করা হচ্ছে । হিমঘর সংলগ্ন এলাকার বহু চাষী আলুর বন্ড পায়নি বলে অভিযোগ করেন কৃষকরা । চাষীদের অভিযোগ , অবৈধভাবে বন্ড বিলি হয়েছে আমরা পাইনি বন্ড ৷

আরও পড়ুনঃ সমগ্র এলাকাই একদিন পুকুরে পরিণত হবে, আশঙ্কা স্থানীয়দের

আমরা চাষীরা আলু রাখতে না পারলে হিমঘরে তালা মেরে বিক্ষোভ দেখাব ,অনশনে বসব । এই খবর পেয়ে শামুকতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সাথে কথা বলেন কিন্তু পুলিশের আশ্বাসেও বিক্ষোভ তোলেননি চাষীরা ।

তবে কয়েকদিন আগে আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা এসে হিমঘর কর্তৃপক্ষর সাথে কথা বলে তিনিও দুর্নীতির কথা তুলে ধরেন ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here