নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
গতকাল বুধবার দিল্লি-হরিয়ানা সীমান্তে ট্রাক্টর মিছিলের কথা ঘোষণা করেছিলেন কৃষকরা। সেই কথা মতোই বৃহস্পতিবার নয়া কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি-হরিয়ানা সীমান্তে ট্রাক্টর মিছিল করলেন কৃষকরা। প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে কিষাণ প্যারেড করার আগে তার মহড়া শুরু করেছেন কৃষকরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কৃষক এসে এই ট্রাক্টর মিছিল করেছেন। অন্তত ২৫০০ ট্রাক্টর মিছিলে অংশ নিয়েছে, অনুমান পুলিশের।
সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানিয়েছেন, ৮ জানুয়ারি ফের বৈঠক রয়েছে দুই পক্ষের। তার আগে আদালত কোনও সিদ্ধান্তে উপনীত হলে আলোচনার পথ বন্ধ হয়ে যেতে পারে।
রও পড়ুনঃ ‘রক্তচক্ষু দেখিয়ে আমাদের আটকানো যাবে না’, নন্দীগ্রামে হুংকার শুভেন্দুর
উল্লেখ্য, আগামীকাল, শুক্রবার ফের বৈঠকে বসার কথা কেন্দ্র-কৃষক দুই পক্ষেরই। কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের আন্দোলন এদিন বৃহস্পতিবার ৪৩ তম দিনে পড়েছে। ট্রাক্টর মিছিল নিয়ে দিল্লি পুলিশের যুগ্ম নগরপাল (পশ্চিম) শালিনী সিং বলেছেন, ‘‘দিল্লির ভিতরে মিছিল প্রবেশের কোনও কথা নেই। সেই মতোই পুলিশি ব্যবস্থা করা হয়েছে। কিন্তু রাজধানীর লাগোয়া অংশে রাস্তায় যানজটের আশঙ্কা রয়েছে। সেই কারণে সিরসা ও বিল আকবরপুর থেকে সোনিপতের দিকে আসা গাড়ি এক্সপ্রেসওয়েতে দুপুর ২টো থেকে ৫টার মধ্যে প্রবেশ করতে পারবে না।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584