নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউন ৩০ এপ্রিল পর্যন্ত বেড়ে যাওয়ায় আনারস চাষিদের মাথায় হাত পড়েছে। ফলে অনেক চাষিই জমি থেকে আনারস কেটে ফেলে দিচ্ছেন। আবার অনেকে নিজের আনারসের ক্ষেতে গোরু-ছাগল ছেড়ে দিচ্ছেন। এই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের একাংশ জুড়ে।
ইসলামপুর এলাকায় আনারস চাষ হয়ে থাকে। এর মধ্যে অধিকাংশ চাষিই অন্যের জমি দুই বা তিন বছরের জন্য লিজ নিয়ে আনারস চাষ করে থাকেন। এই বছর চৈত্র মাসের গরমে আনারস পেকে গেলেও লাভের আশা দেখছেন না আনারস চাষিরা।
আরও পড়ুনঃ লকডাউনে লাটে উঠেছে কোম্পানি, কোয়রান্টিনে কর্মীরা
তারা জানান, এই সময় আনারস কেনার জন্য বিধাননগর থেকে পাইকাররা এসে এখানে ভিড় জমাতেন। বর্তমানে জমিতে পাকা আনারস পচে নষ্ট হতে চলেছে। কিন্তু কেনার কেউ নেই। আনারস এখন গোরুকে খাওয়াতে হচ্ছে। অন্য বছর এক-একটি পাকা আনারস ভালো দামে বিক্রি হত। কিন্তু লকডাউনের সময়সীমা বেড়ে যাওয়ায় আনারসগুলি পচতে চলেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584