নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বছরের শেষে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান থালা, টিনের ড্রাম বাজিয়ে বয়কট করলেন দিল্লি সীমানায় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনকারী কৃষকরা। কৃষি আইনের বিরুদ্ধে এদিন সকাল থেকেই স্লোগান তোলেন আন্দোলনকারী কৃষকরা। পাশাপাশি মিছিল করতেও দেখা যায় তাঁদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হন আন্দোলনকারী কৃষকরা।
নয়া তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লির হরিয়ানা ও পাঞ্জাব সীমান্তে চলছে কৃষকদের অবস্থান বিক্ষোভ। এদিন কেন্দ্রের সঙ্গে কৃষকদের কয়েক দফা বৈঠকে কোনো সমাধান সূত্র মেলেনি। তার মধ্যে প্রধানমন্ত্রী-সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরা বলে চলেছেন কৃষক আইন চাষিদের সুবিধা করে দেবে। একই সঙ্গে কৃষকদের ‘ভুল’ বোঝানো হচ্ছে বলে তাঁর নিশানায় দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো।
আরও পড়ুনঃ রাজনৈতিক কারনেই বাড়ি বিতর্ক, জানালেন নোবেলজয়ী অমর্ত্য সেন
এই পরিস্থিতিতে আগেই প্রধানমন্ত্রীর বক্তব্য বয়কটের ডাক দিয়েছিলেন বিক্ষোভকারী কৃষকরা। জনতা কার্ফুর দিন থালা, শঙ্খ বাজিয়ে করোনা যোদ্ধাদের সম্মানিত করার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী একই কায়দায় থালা বাজিয়েই এবার মোদীর বিরোধীতার আহ্বান জানিয়েছিলেন দিল্লি সীমানায় অন্দোলনকারী চাষিরা।
আরও পড়ুনঃ তরুন প্রজন্মে আস্থা সিপিআইএমের, দেশের সর্বকনিষ্ঠ মেয়র পদে ২১ বছরের আর্যা
প্রতিবাদ কর্মসূচি হিসাবে গত ২৫ তারিখ থেকে হরিয়ানা-দিল্লির জাতীয় সড়কে চলাচলকারী যান থেকে শুল্ক আদায় করছেন কৃষকরা। এর আগে কৃষকদের সমর্থনে দেশবাসীকে কিষাণ দিবসে এক বেলা উপবাস পালনের আহ্বান জানিয়েছিল কৃষক সংগঠনগুলো।
এরমধ্যেই আগামী ২৯ ডিসেম্বর, মঙ্গলবার আরও একবার কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসতে রাজি হয়েছেন কৃষক নেতারা। ওইদিন সকাল ১১টায় বৈঠকে বসবেন কৃষক-কেন্দ্রীয় প্রতিনিধিরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584