২৬ মার্চের ভারত বন্ধে দেশবাসীকে সামিল হওয়ার আর্জি সংযুক্ত কিষান মোর্চার

0
73

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

২৬ মার্চের ভারত বন্ধে দেশবাসীকে সামিল হওয়ার আর্জি সংযুক্ত কিষান মোর্চার। আগামীকাল কৃষক আন্দোলনের চতুর্থ মাস, ওইদিন দেশজুড়ে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভারত বন্ধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি।

Bharat Bandh | newsfront.co
ফাইল চিত্র

বিগত চার মাস ধরে গোটা দেশ উত্তাল কৃষক আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে। কেন্দ্রীয় তিন কৃষি বিল প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমান্তে চলা আন্দোলনের কোনো সমাধান সূত্র বেরোয়নি চার মাসে। এরই মাঝে ২৬ মার্চ, শুক্রবার সংযুক্ত কিষান মোর্চার ডাকে দেশজুড়ে ভারত বন্ধ। দেশের সমস্ত সাধারণ মানুষকে বন্ধে সামিল হওয়ার আর্জি জানিয়েছেন কৃষক নেতারা।

তাঁরা জানিয়েছেন, সারা দেশে এদিন সড়ক পথ, রেল পথ, বাজার সবকিছু বন্ধ থাকবে তবে তাঁরা এও জানিয়েছেন যে নির্বাচন মুখী চার রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল পুদুচেরিকে বন্ধের আওতার বাইরে রাখা হয়েছে। একই সঙ্গে বন্ধের আওতায় থাকছে না কোনো জরুরী পরিষেবা।

আরও পড়ুনঃ পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে এন ভি রমন্নার নাম প্রস্তাব এস এ বোবদে-র

ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত শিভামোগার সভায় মোদিকে কটাক্ষ করে বলেন, “প্রধানমন্ত্রী মোদি বলেছেন যে কৃষকরা যেখানে চাইবেন সেখানেই ফসল বিক্রি করতে পারবেন। আমরা সেটাই প্রমাণ করে দেখবো। আমরা রাজ্য বিধানসভাগুলিতে, কালেক্টর অফিসে ফসল বিক্রি করবো আমরা। পার্লামেন্টের থেকে ভালো মাণ্ডি তো আর কিছু হতেই পারে না।” তিনি আরো বলেন যে, বিজেপি সরকার প্রথমে তাদের প্রচলিত রাস্তায় হেঁটে কৃষকদের জাতি ধর্মের ভিত্তিতে ভাগ করার চেষ্টা চালিয়েছিল।

আরও পড়ুনঃ রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু এক তৃণমূল কর্মীর, আহত ৫

কিন্তু ওদের দুর্ভাগ্য যে এই চেষ্টা সফল হয়নি। “এই লড়াই দীর্ঘ লড়াই। দেশের প্রতিটি শহরে প্রতিবাদ আন্দোলন শুরু করবো আমরা, চলবে যতক্ষণ পর্যন্ত না সরকার এই তিন কালো আইন প্রত্যাহার করছে এবং ন্যূনতম সহায়ক মূল্যের আইনি অধিকার ফিরিয়ে দিচ্ছে,” বলেন রাকেশ টিকাইত। গঙ্গানগর কিষান সমিতির নেতা রণজিৎ রাজু বলেন, ২৮ মার্চ “হোলিকা দহনে” কৃষকরা নতুন কৃষি আইনের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করার সিদ্ধান্ত নিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here