নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
কেন্দ্রীয় সরকারের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে কৃষক নেতাদের, কিন্তু কোনও সমাধান সূত্র বেরোয়নি। আইন সংশোধনের যে প্রস্তাব কেন্দ্র দিয়েছিল তাতে রাজি হননি দেশের কৃষক নেতারা। এরপরেই সাংবাদিক বৈঠক করে ভারতের নামজাদা ব্যবসায়ীদের যাবতীয় পণ্য বর্জনের ঘোষণা করেন কৃষক নেতারা, একই সঙ্গে ডাক দিলেন জিও-র সিম বয়কটের।
দেশজুড়ে আরও তীব্র হচ্ছে কৃষক বিক্ষোভ। কেন্দ্রের নয়া কৃষি আইনের প্রতিবাদ জানাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের কৃষকেরা। একই সঙ্গে এবার দেশের প্রায় একচেটিয়া ব্যবসার অধিকারী গৌতম আদানি, মুকেশ আম্বানিদের যাবতীয় সার্ভিস বর্জনের ডাক দিয়েছেন কৃষকেরা, সিম বয়কটের ডাক তার মধ্যে অন্যতম।
দেশের টেলিকম ব্যবসার সিংহভাগ এই মুহূর্তে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও র দখলে। ২০১৬ সালে বাজারে আসার পর থেকে টেলিকম ব্যবসার অধিকাংশই এখন এই বেসরকারি টেলিকম সংস্থার দখলে।
আরও পড়ুনঃ নাড্ডার কনভয়ে হামলা, রাজ্যপালের রিপোর্ট পেয়ে ডিজি-মুখ্যসচিবকে তলব স্বরাষ্ট্রমন্ত্রকের
সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, জিও সিম কার্ড প্রথম দিকে প্রায় নিখরচায় সিম কার্ড দিয়েছে, প্ল্যানগুলি অত্যন্ত কম দামের যার ফলত গ্রাহক সংখ্যা হুহু করে বেড়েছে, এইভাবে টেলিকম ক্ষেত্রে প্রায় একচেটিয়া ব্যবসা রিলায়েন্স-এর। সেই জায়গায় ঘা দিতে কৃষকদের ডাক জিও সিম বয়কটের।
আরও পড়ুনঃ নয়া তিন কৃষি আইনের বৈধতা নিয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ ভারতীয় কিষান ইউনিয়ন
কেন্দ্রের সঙ্গে কৃষক নেতাদের একাধিক বৈঠকে কোনও সমাধান সূত্র না মেলায়, সাংবাদিক বৈঠক করে সিম থেকে শুরু করে ভারতের একচেটিয়া ব্যবসায়ীদের যাবতীয় পণ্য বর্জনের ঘোষণা করেন কৃষক নেতারা।
খবরটি সর্বপ্রথম শেয়ার করেন দেশের অন্যতম স্বতন্ত্র সাংবাদিক সন্দীপ সিং। ট্যুইটারে সন্দীপ লেখেন, কেন্দ্র সরকারের প্রস্তাব মানতে নারাজ কৃষকেরা। আর তারপরই তাঁরা আদানি এবং আম্বানির প্রডাক্ট বর্জনের ডাক দিয়েছেন। তার সঙ্গেই তাঁরা জিও সিম বয়কট করতে চলেছেন। আর সন্দীপ এই ট্যুইটটি শেয়ার করার পরই তা ট্যুইটারে ট্রেন্ডিং হয়ে যায় #BoycottJio, #JioSim ইত্যাদি হ্যাশট্যাগে।
আরও পড়ুনঃ আরও চাপে সরকার! কৃষক নেতাদের ইগো সরিয়ে আলোচনার আহ্বান কেন্দ্রের
জিও সিম বয়কটের যে ডাক কৃষক সংগঠন গুলি দিয়েছে তা বড়সড় ধাক্কা দিতে চলেছে মুকেশ আম্বানির টেলিকম সংস্থাকে।কারণ জিওর বেশিরভাগ গ্রাহক সাধারণ মধ্যবিত্ত বা গরীব। আর সেই দিক থেকে দেখতে গেলে দেশের অধিকাংশ কৃষক এবং তাঁদের পরিবারও ব্যবহার করে থাকেন জিও সিম। তাই কৃষক সমাজের এই ডাক মুকেশ আম্বানিকে যে ধাক্কা দিতে চলেছে তা নিঃসন্দেহে বলা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584