কৃষক নেতাদের হত্যার সুপারি! সিংঘু সীমান্তে অস্ত্র-সহ ধৃত যুবকের দাবি

0
72

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

শুক্রবার রাতে দিল্লির সিংঘু সীমানা থেকে এক ব্যক্তিকে হাতেনাতে ধরলেন আন্দোলনকারী কৃষকরা। আন্দোলনকারী কৃষকদের দাবি, ধরা পড়া ওই ব্যক্তি জেরায় তাঁদের কাছে স্বীকার করেন যে, ২৬ জানুয়ারি দিল্লিতে কৃষকদের ট্র্যাক্টর র‌্যালি বানচাল করতে দু’টি ভিন্ন দলকে কাজে লাগানো হয়েছে। পাশাপাশি, চার কৃষক নেতাকে গুলি করার সুপারি-ও দেওয়া হয়েছে।

Delhi protest | newsfront.co
ধৃত ব্যক্তি। ছবিঃ এএনআই

শুক্রবার রাতেই সাংবাদিক বৈঠক ডেকে সিংঘুতে আন্দোলনরত কৃষকরা ওই ব্যক্তিকে সাংবাদিকদের সামনে নিয়ে আসেন। তাঁরা জানান, ধৃত ব্যক্তি তাঁদের কাছে বেশ কয়েক জন পুলিশ আধিকারিকের নাম জানিয়েছেন। যাঁরা ২৬ জানুয়ারি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে কৃষক নেতাদের গুলি করার পরিকল্পনা করেছেন।

এমনকি সাংবাদিকদের সামনেও ওই ব্যক্তি দাবি করেন, “আমাদের দুটো দল রয়েছে। ১৯ জানুয়ারি থেকে আমি এখানে রয়েছি। আন্দোলনকারীদের কাছে কোনও অস্ত্র আছে কিনা তা খুঁজে বার করতে বলা হয়েছে আমাদের।” তিনি আরও বলেছেন, “২৬ জানুয়ারি আমাদের একটি দল আন্দোলনকারী কৃষকদের ভিড়ে মিশে যাওয়ার পরিকল্পনা ছিল। যদি কৃষকরা প্যারেড করে এগিয়ে যান, তা হলে তাঁদের লক্ষ্য করে গুলি চালানোরও নির্দেশ দেওয়া হয়েছে।”

আরও পড়ুনঃ স্থগিত নয়, আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষকরা

এই ব্যক্তিকে ঘিরে সিংঘু সীমানায় পরিস্থিতি উত্তেজক হয়ে উঠেছে। কৃষক সংগঠন এবং সরকারের মধ্যে টানাপড়েনের আবহে এমন একটা ঘটনা পরিস্থিতিকে আরও ঘোরালো করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। ধরা পড়া ব্যক্তির পরিচয় বা তিনি সত্যি বলছেন কি না তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিয়েছেন কৃষকরা।

আরও পড়ুনঃ অগ্নিকাণ্ডে কোভিশিল্ড সুরক্ষিত থাকলেও ক্ষতিগ্রস্ত অনান্য ভ্যাকসিন

কৃষক নেতা রাকেশ টিকায়েত বলেন, “আমাদের আন্দোলনকে কারা বানচাল করতে চায় তা তদন্ত করা প্রয়োজন। প্রত্যেকেই জানেন আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি। ধৃত ব্যক্তি জানিয়েছেন, টাকার জন্য কাজ করেন। আমাদের জানা দরকার কারা এই ব্যক্তিদের অর্থ জোগাচ্ছে।”

কৃষি আইন নিয়ে সরকার এবং কৃষকদের মধ্যে দফায় দফায় বৈঠকেও কোনও সামধানসূত্র মেলেনি এখনও। তার মধ্যে ২৬ জানুয়ারি দিল্লির বুকে কৃষকদের ট্র্যাক্টর র‌্যালির ঘোষিত কর্মসূচি নিয়ে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। দিল্লি পুলিশ জানিয়ে দিয়েছে কোনও ভাবেই এই র‌্যালির অনুমতি দেওয়া যাবে না। কৃষকরাও অনড় রয়েছেন তাঁদের কর্মসূচিতে, ফলে কার্যত পরিস্থিতি কি দাঁড়াবে ওই দিন সেদিকে নজর গোটা দেশের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here