কৃষক আন্দোলনের একবছর পূর্তি! রাজধানীর বুকে বিশেষ আয়োজনের মাধ্যমে উদযাপন

0
71

শরীয়তুল্লাহ সোহন, ওয়েব ডেস্কঃ

গতবছর নভেম্বর মাসে সাংসদে পাশ হয় তিন বিতর্কিত কৃষি আইন। এই আইন পাশ করার পরেই দেশ জুড়ে শুরু হয় তুমুল আন্দোলন। দলে দলে কৃষকরা রাস্তায় নেমে আসেন। বিভিন্ন রাজ্যের কৃষকরা দলবদ্ধভাবে দিল্লি অভিমুখে যাত্রা শুরু করেন। দখল করে নেন গোটা দিল্লি সহ লালকেল্লা পর্যন্ত। তাদের থামাতে কেন্দ্রে ক্ষমতাসীন সরকার বিজেপি নানা ভাবে অত্যাচার করেন। কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের সিদ্ধান্তে অনড় থেকে বহু যন্ত্রণা, কষ্টের মধ্যে দিয়ে লড়াই চালিয়ে যান। তাদের দৃঢ় আন্দোলনে এক প্রকার চাপে পড়ে কৃষি আইন নিয়ে পিছু হটতে বাধ্য হয় কেন্দ্রীয় সরকার। গত সপ্তাহে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দেয়।

Farmer Protest | newsfront.co
ফাইল চিত্র

প্রধানমন্ত্রীর এই মৌখিক প্রস্তাব পাওয়ার কৃষক আন্দোলনের অন্যতম প্রধান নেতা রাকেশ টিকাওয়াত জানান, সাংসদে যতক্ষণ এই আইন প্রত্যাহার না হচ্ছে ততক্ষণ তারা আন্দোলন ছেড়ে ঘরে ফিরবে না। শেষ পর্যন্ত মন্ত্রীসভায় এই আইন নিয়ে আলোচনা হয়, তারাও কৃষি বিল প্রত্যাহারের ব্যাপারে সম্মতি প্রদান করেন।

শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসলেও কৃষকরা আন্দোলন ছেড়ে এখনই ঘরে ফিরতে চাইছে না। বরং আজ শুক্রবার ২৬ নভেম্বর কৃষক আন্দোলনের এক বছর পূর্তি হল। সেই উপলক্ষে তারা আজকের দিনটিকে বিশেষভাবে উদযাপনের আয়োজন করেছেন। বহু কৃষক চারিদিক থেকে এসে দিল্লি সীমান্তে জড়ো হয়েছে।

আরও পড়ুনঃ ৬১ বছর বয়সে ঘুচলো ‘ধর্ষক’ তকমা, জেল খাটা আসামী আসলে নির্দোষ জানালো আদালত

কোন প্রকার যেন অসঙ্গতি পূর্ণ ঘটনা না ঘটে তার জন্য কৃষকরা যে সমস্ত জায়গায় জমায়েত আছে সেই সব জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে দিল্লির তিন সীমান্ত সিংঘু, টিকরি ও গাজীপুর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে আধাসামরিক বাহিনী মোতায়েন করেছেন। রাখা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।

আরও পড়ুনঃ একবছরে ১ কোটির অধিক মানুষকে সহায়তা প্রদান, টুইট করে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী

আজ কৃষক আন্দোলনের এক পূর্তি উপলক্ষে না কর্মসূচির মধ্যে দিয়ে দিনটিকে অতিবাহিত করছেন জমায়েত কৃষকরা। আজ দিল্লিতে তারা বেশ কয়েকটি বিক্ষোভ, মোর্চা অনুষ্ঠিত করছে। সংযুক্ত কৃষক মোর্চা ও আরও ৪০ টি কৃষক সংগঠনের কথা অনুযায়ী, “আজ হাজার হাজার কৃষক ইতিমধ্যে আজকের কর্মসূচিতে যোগদান করেছেন এবং আরও আসছেন।” যারা দূর রাজ্যের কৃষক তারা দিনটিকে সমর্থন জানিয়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে কাটাচ্ছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here