নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
নয়া কৃষক আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষকেরা, কেন্দ্রের সঙ্গে একাধিক বৈঠকে মিলছে না কোনো সমাধান সূত্র। কেন্দ্রের উপর চাপ বাড়িয়ে এবার দেশজুড়ে রেল পরিষেবা স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারী কৃষকেরা। বিতর্কিত কৃষি আইন যতক্ষণ না প্রত্যাহার করছে সরকার, ততক্ষণ আন্দোলন প্রত্যাহারের কোনো প্রশ্নই নেই ; বৃহস্পতিবার তা স্পষ্ট জানিয়ে দিলেন কৃষক সংগঠনের নেতারা।
এদিন কৃষক নেতা বুটা সিং সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বলেন, “আমরা ১০ ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রীয় সরকারকে সময় দিয়েছিলাম। তার মধ্যে যদি প্রধানমন্ত্রী আমাদের দাবি অনুযায়ী বিতর্কিত কৃষি আইন বাতিল না করেন তাহলে দেশজুড়ে ‘রেল রোকো’ আন্দোলনে নামবো আমরা। গোটা দেশের মানুষ এই আন্দোলনের সমর্থনে ট্রেন লাইনে নামবে। সংযুক্ত কিষান মঞ্চ এই বিষয়ে তারিখ নির্দিষ্ট করে ঘোষণা করবে।“
আরও পড়ুনঃ পুলিশের মদতে শাসকদলের হামলা নাড্ডার কনভয়ে-বিস্ফোরক রাজ্যপাল, ‘কিছুই হয়নি’ দাবি পুলিশের
ভারতীয় কিষান ইউনিয়ন (আর)-এর নেতা বলবীর সিং রাজেওয়াল বলেন, কেন্দ্র মেনে নিয়েছে যে নতুন কৃষি আইন ব্যবসায়ীদের স্বার্থেই তৈরি করা হয়েছে। কৃষি যদি রাজ্যের আওতায় থাকে, তাহলে এই ক্ষেত্রে আইন প্রণয়ন করার কোনো অধিকারই নেই কেন্দ্রের।
আরও পড়ুনঃ আন্দোলনরত কৃষকদের জন্য দিল্লি-সিংঘু সীমান্তে বসানো হল রুটি মেশিন
বিগত প্রায় ১৫ দিন যাবৎ দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভ করছেন হরিয়ানা ও পাঞ্জাবের কৃষকরা। রাজধানীর প্রবল শীত ও এই আন্দোলনের আঁচ কমাতে পারেনি, উল্টে নিজেদের দাবিতে অনড় থেকে আন্দোলন আরো তীব্র হয়েছে। কেন্দ্রের সঙ্গে কৃষক নেতাদের একাধিক বৈঠকেও জট কাটেনি।
আরও পড়ুনঃ নবান্নে আবার হাওয়াই চটি, আরামবাগের সভা থেকে বার্তা অভিষেকের
সম্প্রতি বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনার সময় সরকারের দেওয়া খাবার ছুঁয়েও দেখেননি কৃষকরা। এতে আরও স্পষ্ট হয়ে গিয়েছে যে নিজেদের দাবি থেকে কোনওভাবেই সরানো যাবে না তাঁদের। অন্যদিকে কেন্দ্রের ক্রেতা সুরক্ষা, খাদ্য ও বিতরণ মন্ত্রকের প্রতিমন্ত্রী রাওসাহেব দানভের-এর মন্তব্য বিতর্ক আরো বাড়িয়েছে।
দেশের বিস্তীর্ণ অঞ্চলে কৃষকদের যে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ চলছে, তার পিছনে হাত রয়েছে ভারতের শত্রু চিন এবং পাকিস্তানের। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, ভারতের শত্রু দেশগুলিই কৃষকদের ভুল বুঝিয়ে আন্দোলনের পথে নিয়ে যাচ্ছে, বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584