ধারাবাহিক আন্দোলনের জয়, মিললো আলুর বন্ড

0
64

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

অবশেষে আন্দোলনে সমস্যার সুরাহা হল। আলিপুরদুয়ার জেলার উত্তর পারোকাটা হিমঘরে চাষীদের আন্দোলোনকে মান্যতা দিয়ে শুরু হল আলুর বন্ড দেওয়া ।

farmers | newsfront.co
নিজস্ব চিত্র

উল্লেখ্য, গত ২৬শে ফেব্রুয়ারি থেকে চাষীদের আন্দোলন শুরু হয়, দফায় দফায় এই আন্দোলন চলে চাষীদের ৷ সেই চাষীদের পাশে দাঁড়িয়েছিল আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা। তিনিও অভিযোগ করেন, দুর্নীতি হয়েছে হিমঘরে।

manindra modak | newsfront.co
মনীন্দ্র মোদক, স্থানীয় আলু চাষী ৷ নিজস্ব চিত্র

বন্ড বন্টনের দাবিতে দুই সপ্তাহে একাধিকার উত্তাল হয়ে উঠে হিমঘর এলাকা। চাষীদের অভিযোগ ,হিমঘরে আলুর বন্ড নিয়ে দুর্নীতি হচ্ছে ব্যবসায়ীদের মোটা অংকের বন্ড দেওয়া হচ্ছে চাষীদের বঞ্চিত করা হয় ৷

আরও পড়ুনঃ নির্বাচনের প্রাক্কালে ফাঁসিদেওয়ায় নাকা তল্লাশি

এরপরই চাষীরা বিক্ষোভ দেখাতে শুরু করে ৷ আন্দোলনের প্রায় ১৫দিন পর অবশেষ ৫০ প্যাকেট করে বন্ড দেওয়া শুরু হয় । বুধবার সারদিনই চাষীরা বন্ড সংগ্রহ করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here