শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ
কৃষকদের প্রতিবাদ করার অধিকার অবশ্যই আছে তবে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরুদ্ধ রাখতে পারবেন না তাঁরা, বৃহস্পতিবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
বিচারপতি এসকে কাউল ও বিচারপতি সিটি রবিকুমারের বেঞ্চ সংযুক্ত কিষান মোর্চা-র কাছে জানতে চান সড়ক অবরোধ করে রাখার অধিকার কি সত্যিই তাঁদের আছে? মোর্চার তরফে আদালতে জানানো হয় পুলিশ যদি রাস্তার পরিস্থিত নিয়ন্ত্রণে অপারগ হয় সেক্ষেত্রে তাঁদের রামলীলা ময়দান বা জন্তর মন্তরে অবস্থান স্থানান্তরিত করার অনুমতি দেওয়া হোক।
আরও পড়ুনঃ মোদী জমানায় দেশের খাদ্য নিরাপত্তা তলানিতে, ১১৩ দেশের মধ্যে ভারত ৭১ নম্বরে, চীন ৩৪-এ
শুনানি চলাকালে সলিসিটর জেনারেল তুষার মেহেতা সাধারণতন্ত্র দিবসের হিংসার ঘটনা উদাহরণ টেনে বলেন, কৃষক সংগঠনগুলির আশ্বাস সত্বেও ২৬ জানুয়ারির ট্র্যাক্টর র্যালি থেকে হিংসা ছড়িয়েছিল। তবে সড়ক অবরোধ সরানোর বিষয়ে মতামত পেশ করার জন্য সংযুক্ত কিষান মোর্চা ও অন্যান্য কৃষক সংগঠনগুলিকে চার সপ্তাহ সময় দিয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ৭ ডিসেম্বর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584