ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
কৃষক আন্দোলন প্রসঙ্গে সুপ্রিম কোর্ট একটি সিদ্ধান্ত জানিয়েছে সোমবার। বিচারপতি এসকে কাউলের নেতৃত্বাধীন বেঞ্চ জানায় কৃষকদের অবশ্যই প্রতিবাদ আন্দোলনের অধিকার আছে কিন্তু সেই আন্দোলনের জন্য কোনভাবেই যেন রাস্তাঘাট বন্ধ না হয় বা মানুষের যাতায়াতের অসুবিধা না হয়।
আদালত এদিন বলে, নতুন তিন কৃষি আইন নিয়ে কৃষক-সরকার যে অচলাবস্থা কাটাতে হবে যে কোন ভাবে। দিল্লির সীমান্তে প্রায় এক বছরের বেশী সময় ধরে ক্যাম্প করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কেন্দ্রীয় সরকার, হরিয়ানা সরকার ও উত্তর প্রদেশ সরকারকে এদিন আদালত নির্দেশ দেয় প্রকৃত পরিস্থিতি জেনে আদালতে জানানোর জন্য।
নয়ডার বাসিন্দা মনিকা আগরওয়ালের করা আরেকটি মামলার শুনানি চলছিল বিচারপতি হৃষীকেশ রায়-এর বেঞ্চে। তাঁর অভিযোগ ছিল দিল্লি থেকে নয়ডা যাতায়াত করা দুঃস্বপ্নের মতো তার একমাত্র কারণ কৃষক আন্দোলনের ফলে রাস্তা আটকে থাকা।
আরও পড়ুনঃ কাঁথির ত্রিপল চুরির মামলায় শুনানি শেষ, রায় ঘোষণা স্থগিত রাখলেন বিচারপতি
আদালত এদিন বলে, “এই সমস্যার সমাধান রয়েছে শুধুই কেন্দ্র এবং রাজ্য সরকারের হাতে। যদি আন্দোলন চলে সেক্ষেত্রে সরকারকে নিশ্চিত করতে হবে সাধারণ মানুষের যাতায়াতের কোন রকম অসুবিধা না হয়।“ এই বিষয়ে কেন্দ্রের আইনজীবী, সলিসিটর জেনারেল তুষার মেহতাকে আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে তাঁর মক্কেলকে অর্থাৎ কেন্দ্রকে এই বিষয়ে দৃষ্টি দিতে হবে।
আরও পড়ুনঃ স্কুল খোলা নিয়ে আলোচনায় অমর্ত্য সেন, কি মতামত তাঁর?
ইতিমধ্যে উত্তর প্রদেশ সরকার আদালতে হলফনামা দিয়ে জানিয়েছে যে, সরকার আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছে। কৃষকদের এই আন্দোলনের ফলে স্বাভাবিক যান চলাচল অবরুদ্ধ হলে তা বেআইনি। এই মামলার পরবর্তী শুনানির দিন স্থির হয়েছে আগামী ২০ সেপ্টেম্বর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584