“ওরা কৃষক”

0
67

কলমে শরীয়তুল্লাহ সোহন

ওরা আবার রাজপথে নেমেছে,
পুরো রাজধানী শহর দাঁপিয়ে বেড়াচ্ছে,
ওদের থামাতে কতই না পন্থা ব্যবহৃত হচ্ছে।
ওদের থামাতে পথে নেমেছে,
কেন্দ্রীয় বাহিনী, নির্মম লাঠিচার্জ চলছে।
শুধু কি তাই! সাথে জলকামান, টিয়ার গ্যাস আরও কত কি ?
তবুও ওরা ওদের সিদ্ধান্তে অটল ,
ওরা লড়াইয়ে প্রস্তুত, মন থেকে বড্ড সবল।

ওরা কৃষক! ওদের দাবী সামান্য
দু-বেলা, দু-মুঠো পেট ভরে অন্ন,
সঙ্গে চাই ফসলের নায্য মুল্য,
এসব পেলেই ওরা হবে ধন্য।
কিন্তু তা-বললে হবে কি?
ক্ষমতাসীন সরকার যে বড্ড স্বৈরাচারী।
তাঁরা কৃষকদের চায় শোষন করতে ছলে-বলে কৌশলে,
তাই তাঁরা রক্তপিপাসু কৃষক আইন পাশ করেছে,
সাংসদে বসে আপন ক্ষমতাবলে।

ওরা কৃষক! ওরাই আমাদের খোদা-ভগবান,
ওদের বক্ষে ভর দিয়েই আমাদের সভ্যতা প্রবাহমান,
খাদ্য ,শিক্ষা ,সমস্কৃতি সমস্ত কিছুতেই ওদের বিপুল অবদান ।
তবুও ওরা বারবার নির্যাতিত,
বহু শাসকের হাতে, সময়ের তালে।
তবে ওরা পড়ে পড়ে মার খায়নি বহুকাল কখনই,
কখনও ওরা নিজের স্বত্তা বিক্রি করে মাথা নত করেনি,
কারন ওরা মাথা উঁচু করে বাঁচতে জানে,
শিরদাঁড়া সোজা রেখে লড়াই করতে পারে।

ওরা আবার জেগেছে নিজ অধিকার আদায়ে,
ওরা লড়াই চালাচ্ছে সঙ্গপানে,
তাই ওরা ছুটছে বাঁশ, টেটা ,বর্শি নিয়ে,
গলি হতে ওই রাজপথ অভিমুখে।
যতই আসুক পাহাড়সম বাঁধা,
তবুও ডিঙাবে ওরা,
ওরা কৃষক! আবার ওড়াবে বিজয় রথ,
ওদের বিজয় উল্লাসে মেতে উঠবে গলি হতে রাজপথ।

(সমাপ্ত)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here