বিজেপি নেতার বাড়ির সামনে গোবর ফেলে নয়া কৃষি আইনের প্রতিবাদ

0
60

বিশ্বজিৎ দাস, ওয়েব ডেস্কঃ

বিজেপি নেতা তিকশান সুদের বাড়ির দোরগোড়ায় গোবরের স্তূপ! অভিনব প্রতিবাদ করল কৃষকেরা।প্রায় এক মাসের বেশি সময় ধরে দিল্লিতে কৃষকেরা আন্দোলন চালাচ্ছেন কেন্দ্রের নতুন কৃষি আইনের বিরুদ্ধে। দেশের প্রধানমন্ত্রী বারবার দাবি করেছেন নতুন আইন কৃষকদের ভালোর জন্য।

cattle dung | newsfront.co
ছবিঃ টুইটার

কিন্তু দিল্লি সীমান্তে কৃষক আন্দোলনের জট এখনও কাটেনি।কেন্দ্রীয় সরকারের সঙ্গে বারবার আলোচনা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনও সমাধান করা যায়নি।এই পরিস্থিতিতে এক প্রতিবাদকারীর বিরুদ্ধে পাঞ্জাবের প্রাক্তন মন্ত্রী ও বিজেপি নেতা তিকশান সুদের বাড়ির দোরগোড়ায় গোবর বোঝাই ট্রাক খালি করে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠল। এমনকি তাদেরকে সেই সঙ্গে দল বেঁধে ওই নেতার বাড়ির সামনে দাঁড়িয়ে নয়া কৃষি আইনবিরোধী স্লোগান দিতেও দেখা যায়।

আরও পড়ুনঃ স্লোগান, দাবি আদায়ের শপথেই বর্ষবরণ আন্দোলনরত কৃষকদের

এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে ওই বিজেপি নেতার বাড়ির প্রধান ফটকের ঠিক সামনে বোঝাই করা রয়েছে গোবরের স্তূপ। হোশিয়ারপুরের ওই বিজেপি নেতা পরে রায়বাহাদুর জোধামল রোডে ধরনায় বসেন।

আরও পড়ুনঃ ডিসেম্বরে বাড়ল জিএসটি আদায়

তিনি অভিযুক্তদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব পদক্ষেপ করার দাবি জানান। ঘটনার নিন্দা করে পাঞ্জাবের বিজেপি সভাপতি অশ্বিনীকুমার শর্মা প্রশ্ন তুলেছেন,”এই ধরনের ঘটনা যাঁরা ঘটালেন তাঁরা কি কৃষক, নাকি কৃষক সেজে আসা দুষ্কৃতী? “তাঁর দাবি, “রাজ্যের সম্প্রীতি নষ্ট করতেই এমনটা করা হয়েছে।”

এমন ঘটনার তীব্র নিন্দা করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা অমরিন্দর সিংও। সকলের কাছে তাঁর আবেদন,”নতুন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন করার নামে কেউ যেন আইন নিজের হাতে না তুলে নেন।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here