নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
গোয়ালপোখর ব্লকের প্রক্রিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক মানুষ বিকল্প পেশা হিসেবে মূলত মৎস্য চাষকে বেছে নিয়ে লাভের মুখ দেখছেন। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্পের মাধ্যমে একাধিক পুকুর খনন হয়েছে গোয়ালপোখরের পোখরিয়ায়।
এবং অনেকেই পুকুর খনন করে গ্রাম পঞ্চায়েতের আর্থিক সহায়তায় তারা নিয়ম মেনে মৎস্য চাষ করছেন এবং স্বনির্ভর হয়েছেন। এর জেরে একাধিক মানুষের জীবনে এসেছে অর্থনৈতিক উন্নতিও। এক গ্রামবাসী জানান, তার একটি পতিত জমি ছিল। সেখানে পুকুর খনন করে বসবাসের ব্যাপারে তিনি আগ্রহী হয়ে গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করেন।
আরও পড়ুনঃ সাগরদত্ত-মেডিক্যাল কলেজ পরিদর্শনে আজ রাজ্যে আইসিএমআরের দল
এরপর গ্রাম পঞ্চায়েত তিন লক্ষাধিক টাকা অনুমোদন করে ওই প্রকল্পে। পুকুর খনন করার পর তিনি শুরু করেন মৎস্য চাষ এবং এর জেরে তিনি রীতিমতন খুশি। একটি বিকল্প আয়ের রাস্তা খুঁজে পাওয়ায় তিনি স্বনির্ভর হয়েছেন। একই বক্তব্য গ্রাম পঞ্চায়েতের অনেকেরই। গ্রাম পঞ্চায়েতের প্রধান শামনাজ পারভীন জানান, এই প্রকল্প বাস্তব হওয়ায় তারা রীতিমতন খুশি।
ইতিমধ্যেই মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্পের মাধ্যমে ওই গ্রাম পঞ্চায়েতে ৩০ টি পুকুর খনন করা হয়েছে এবং এরপর মৎস্যচাষের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত হয়ে পড়েছেন অনেকেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584