নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
দিল্লির হাড়কাঁপানো ঠান্ডার মধ্যেও আজ উত্তাপের আঁচ আন্দোলনকারী কৃষকদের মধ্যে। তিন কৃষি আইন ঘিরে জটিলতা দূর করার লক্ষ্যে আজ কৃষক নেতাদের সঙ্গে আলোচনার টেবিলে মুখোমুখি হচ্ছে কেন্দ্র। তার আগেই দিল্লিগামী একদল কৃষকের উপর কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে হরিয়ানা পুলিশ। ঘটনায় নতুন করে উত্তপ্ত হয়েছে পরিস্থিতি।

তিন কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষকরা। সরকারের সঙ্গে বৈঠকের আগে জাগির সিং দালেওয়াল বলেন, ‘‘আমাদের দাবি একই। প্রত্যাহার করতে হবে তিনটি কৃষি আইন। সরকারকে এই দাবি মানতেই হবে আমাদের দাবি। আর দাবি পুরণ না হওয়া অব্দি আমাদের বিক্ষোভ চলবে।”
মনজিত রাই বলেন, ‘‘১৩ জানুয়ারি লোহরি কর্মসূচি রয়েছে। সেখানে আমরা এই কৃষি আইনের কপিগুলি পোড়াবো। ১৮ জানুয়ারি সকলকে বিক্ষোভে সামিল হতে আহ্বান জানাচ্ছি। পাঞ্জাব সরকারকে আমরা বার্তা দিতে চাই যে, তাঁরা যদি লাঠিচার্জ ও পুলিশি পদক্ষেপ থেকে বিরত না থাকে, তাহলে বিক্ষোভ প্রদর্শন করা হবে। আমরা বিজেপি ও কংগ্রেস, দু’জনেরই বিরুদ্ধে। এটা কৃষকদের সমস্যা।”
আরও পড়ুনঃ তুষারপাতের জেরে অটল টানেলে আটকে পড়া ৩০০পর্যটককে উদ্ধার
সিংঘু সীমান্তে বিক্ষোভস্থলে সাংবাদিক বৈঠকে কৃষকনেতারা এর আগে বলেন, মূল দাবি না মানা হলে, একাধিক পদক্ষেপ করবেন তাঁরা। তঁদের মতে, তাঁদের ইস্যুর মাত্র ৫ শতাংশ এখনও পর্যন্ত সরকারের সঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে। এ প্রসঙ্গে কৃষক নেতা বিকাশ বলেন, ৪ জানুয়ারির বৈঠকে এই অচলাবস্থা কাটাতে যদি সরকার ব্যর্থ হয় তাহলে হরিয়ানায় সমস্ত মল, পেট্রোল পাম্প বন্ধ রাখার দিন ঘোষণা করা হবে।
আরও পড়ুনঃ হাড় কাঁপানো ঠান্ডা সাথে বৃষ্টি, প্রকৃতির বাধাকে উপেক্ষা করে দাবি আদায়ে অনড় কৃষকরা
অন্যদিকে, কৃষকদের সঙ্গে বৈঠকের সব প্রস্তুতি নিয়ে রেখেছেন কৃষি মন্ত্রকের আধিকারিকরা। এক আধিকারিক জানান, এই বৈঠক নিয়ে সরকার খুবই সিরিয়াস। কৃষক ও সরকার ষষ্ঠ দফার বৈঠকে কৃষকদের ২টি দাবি মেনে নেওয়া হয়। তাতে কিছুটা বরফ গললেও তিন কৃষি আইন বাতিলের মতো মূল ইস্যু নিয়ে এখনও কোনও রফা মেলেনি। কৃষি আইন তিনটি বাতিল করতেই হবে, প্রথম থেকেই নিজেদের এই দাবিতে অনড় কৃষকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584