বিজেপি কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি আন্দোলনরত কৃষকদের

0
48

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

তিন কৃষি আইন বাতিলের দাবিতে আগামী ১৪ ডিসেম্বর বিজেপি কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন কৃষকরা। পাশপাশি রিলায়েন্স, আদানি, আম্বানিদের প্রতিষ্ঠান ও সামগ্রী বয়কটের ডাক দিয়েছেন কৃষকেরা। কৃষক ইউনিয়নগুলি কেন্দ্র সরকারের খসড়া প্রস্তাব নাকচ করে দিয়েছে।

 

farmers | newsfront.co

একের পর এক রাস্তা অবরোধ করা হবে, হুঁশিয়ারি কৃষকদের তরফে।ক্ষোভ প্রশমন করতে সরকারের তরফে লিখিত আশ্বাস দেওয়া হয় কৃষকদের। কেন্দ্রের খসড়া প্রস্তাবে ন্যূনতম সহায়ক মূল্যের আশ্বাস তুলে ধরা হয়েছে এই প্রস্তাবে; ১৩টি কৃষক ইউনিয়নকে লিখিত আশ্বাস পাঠানো হলে তা নাকচ করে দেন কৃষকরা।

আরও পড়ুনঃ পুরসভার প্রশাসক মন্ডলী থেকে সরিয়ে দেওয়ায় মাথাভাঙায় বিক্ষোভ চন্দন দাস অনুগামীদের

প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নেতৃত্বে এদিন কৃষি আইন বাতিলের দাবিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে স্মারকলিপি পেশ করেন বিরোধীরা। কৃষকদের সঙ্গে একাধিকবার আলোচনায় বসলেও জট কাটছে না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকও কোনো সমাধান দিতে পারেনি, তারপরই কৃষকদের লিখিত আশ্বাস দেওয়া হল সরকারের তরফে এবং তা খারিজ করে দিলেন কৃষকরা। এতে আন্দোলন নতুন মোড় নিল বলেই মনে করা হচ্ছে।

তিন কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষকরা। আজ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার প্রস্তাব নাকচ করে দেন কৃষকরা। কৃষকরা জানিয়েছেন, আগে তাঁরা কেন্দ্রের দেওয়া প্রস্তাব আলোচনা করে দেখবেন তারপর বৈঠকে যাবেন।

আরও পড়ুনঃ রানীডাঙ্গা নেতাজি মিনি মার্কেট স্বাভাবিক করার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ ব্যবসায়ীদের

অমিত শাহের সঙ্গে ঘণ্টা তিনেকের বৈঠকের পর সিপিএম নেতা তথা সর্বভারতীয় কিষাণ সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা জানিয়েছেন, এদিনের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা থেকে স্পষ্ট বোঝা গেছে যে, সরকার আইন বাতিল করবে না।

তবে সরকার আইনে সংশোধনীর কথা লিখিত আকারে দেওয়ার প্রস্তাব দিয়েছে। কিন্তু সংশোধনী নয়, আইন বাতিল করতে হবে, এটিই তাঁদের দাবি। তিন ‘বিতর্কিত’ কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের ডাকে ভারত বনধে ব্যাপক সাড়া পড়েছে, তা মনোবল বাড়িয়েছে আন্দোলনকারী কৃষকদেরও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here