নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
কেশপুর ব্লকের ‘গাছের ডাক্তারবাবু’ নামে পরিচিত লালমোহন দে মহাশয়ের উদ্যোগে যারা ফার্টিলাইজার লিমিটেডের সহযোগিতায় শুক্রবার আনন্দপুরের লক্ষ্মীশোভা লজে কৃষি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন “যারা ফার্টিলাইজার লিমিটেড”-এর ম্যানেজার গোবিন্দ কর্মকার মহাশয় সহ কৃষি রিসার্চ টিম, ও এলাকার বিশিষ্টরা।
অল্প খরচে উন্নত বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করে কিভাবে বেশি ফলন পাওয়া যায় সেই বিষয়ে “যারা ফার্টিলাইজার লিমিটেড”-এর কৃষি বিশেষজ্ঞগণ উপস্থিত তিন শতাধিক কৃষকদেরকে পরামর্শ দেন।
আরও পড়ুনঃখোয়ারডাঙ্গা হাসপাতাল প্রাঙ্গনে মিনি মেলার আয়োজন
এটি একটি বিদেশি সার কোম্পানি। জমিতে কিভাবে পেস্টিসাইড ব্যাবহার কমানো যায় তা নিয়ে বিশদ আলোচনা করেন। মানুষের মত গাছেরও পুষ্টি লাগে , পুষ্টি ঠিক থাকলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, মেডিসিন কম লাগে বলে জানান গোবিন্দ কর্মকার মহাশয়। লালমোহন দে মহাশয়ের এই উদ্যোগ এলাকায় প্রসংশা কুড়িয়েছে। এই রকম বৃহৎ প্রচেষ্টার ফলে আনন্দপুর এলাকার কৃষকগণ বিশেষভাবে উপকৃত হচ্ছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584