এমন একদিনও যায় না যেদিন মিথ্যা বলেন না! প্রধানমন্ত্রীকে তোপ ফারুকের

0
48

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

একবছর আগে জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করা হয়েছে। কেন্দ্রের সেই সিদ্ধান্তে আগেও অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে। তারপর থেকে টানা গৃহবন্দি ছিলেন সে রাজ্যের রাজনৈতিক কর্মীরা। এই তালিকাভুক্ত জম্মুও কাশ্মীরের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতি।

Farooq Abdullah | newsfront.co
ফারুক আবদুল্লা। ফাইল চিত্র

প্রথম দুইজন চলতি বছরের প্রথমে মুক্তি পেলেও এখনও গৃহবন্দি মেহবুবা মুফতি। এহেন পরিস্থিতিতে শুক্রবার প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তুলেছেন ফারুক আবদুল্লা। “কেউ ভারত সরকারকে বিশ্বাস করে না। এমন কোনও দিন যায়নি যখন ওরা মিথ্যা বলে নি,” এভাবেই কেন্দ্রকে দুষলেন প্রবীণ রাজনীতিবিদ ফারুক আবদুল্লা।

আরও পড়ুনঃ করোনা পরিস্থিতিতে ভোট গ্রহণ, গাইড লাইন প্রকাশ করল কমিশন

তিনি বলেছেন, “এটা গান্ধির ভারত নয়। দিন কয়েক আগে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললাম। ওকে প্রশ্ন করলাম এত বাহিনী মোতায়েন কেন হচ্ছে? পর্যটকদের কেন রাজ্য ছাড়তে বলা হয়েছে? অমরনাথ যাত্রা কেন বন্ধ করা হলো? তাহলে কি আমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধে যাচ্ছি?

তখন এবিষয়ে কোনও ইঙ্গিত দেননি প্রধানমন্ত্রী।” প্রধানমন্ত্রীর উদ্দেশে প্রবীণ এই রাজনীতিবিদ আরও বলেন যে, “আপনি আরও একটু স্বচ্ছ হন। সত্যির মুখোমুখি হতে শিখুন। যেটা করছেন, সেটা যে ঠিক নয়, তা উনি নিজেও জানেন।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here