নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ফ্যাশন দুনিয়ায় নক্ষত্রপতন। বুধবার প্রয়াত হলেন বিশ্ববিখ্যাত ফ্যাশন ডিজাইনার পিয়ের কার্ডিন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। এদিন ফ্রান্সের অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের তরফে পিয়ের কার্ডিনের মৃত্যু সংবাদ জানানো হয়। এই ফরাসি ডিজাইনারকে বলা হয় ‘ফ্যাশন ফিউচারিস্ট’। ১৯২২ সালের ২ জুলাই ইতালির সান বিজিও ডি ক্যালাল্টায় জন্মগ্রহণ করেছিলেন পিয়ের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ভালোবাসার শহর তথা ফ্যাশন নগরী প্যারিসে আসেন তিনি। নিজের নামকে কিভাবে ব্র্যান্ড হিসাবে তৈরি করা যায় তা প্রথম দেখিয়ে ছিলেন কার্ডিন।
আরও পড়ুনঃ ভাতার বদলে নির্দিষ্ট সরকারি বেতনের দাবিতে কলেজ স্ট্রিট অবরোধ পার্শ্ব শিক্ষকদের
১৯৫০ সালে নিজের ব্র্যান্ড বা লেবেল নিয়ে হাজির হন পিয়ের কার্ডিন। সত্তর ও আশির দশকে তাঁর খ্যাতি ছিল আকাশছোঁয়া। বিশ্বের প্রায় এক লক্ষ আউটলেটে বিক্রি হত তাঁর ফ্যাশন সামগ্রী। কার্ডিন কেবল বিখ্যাত ফ্যাশন ডিজাইনার বা ট্রেন্ডসেটর নয়। তিনি বহু বিখ্যাত রেস্তোঁরার মালিক। ইন্টিরিয়র ডিজাইনার থেকে স্পেস কার্ডিন থিয়েটার, পারফিউম থেকে গাড়ি- সব ধরণের ব্যাবসায় তিনি যুক্ত ছিলেন। ১৯৯২ সালে ফাইন আর্টস অ্যাকাডেমিতে অন্তর্ভুক্ত করা হয় কার্ডিনকে।
এদিন টুইট বার্তায় অ্যাকাডেমির তরফে পিয়ের কার্ডিনের মৃত্যু সংবাদ ঘোষণা করার পরেই শোকের ছায়া নেমে আসে ফ্যাশন দুনিয়ায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584