সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা, অভিযোগের তীর মাতাল বাবার বিরুদ্ধে।স্থানীয় সূত্রে জানা যায় মাতাল বাবা মদ খেয়ে বাড়িতে অশান্তি করে।তাই সহ্য করতে না পেরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী প্রভাতী দাস বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।মেয়ের দেখাদেখি বাবা অমল দাস ও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।
দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েত দেবির চক এলাকার ঘটনা।বাবা অমল দাস পেশায় কৃষিজীবী। প্রতিদিন মদ খেয়ে বাড়িতে অশান্তি করত বলে জানা যায়।এলাকায় যেহেতু শিবের মেলা চলছে তাই বাড়িতে লোক কুটুম্ব ও আত্মীয় স্বজন ভর্তি। আজ দুপুরে মাতাল অবস্থায় বাড়িতে এসে অশান্তি শুরু করে বাবা অমল দাস,মেয়ে প্রভাতী দাস দক্ষিণ মহেন্দ্রপুর উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্রী বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে।
আগামীকাল পরীক্ষা থাকায় মেয়ে প্রভাতী বাড়িতে পড়ায় ব্যস্ত ছিল,বাবাকে মদ খেয়ে মাতলামো করতে দেখে প্রতিবাদ করে সে,কিন্তু তার বাবা মেয়ের উপর এসে গালাগালি করে গালাগালি সহ্য করতে না পেরে অপমানে বাড়িতে ধানের জমিতে দেওয়ার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই ছাত্রী।এরপর তার বাবা অমল দাস বিষ খেয়ে নেয়।
আরও পড়ুনঃ জোড়া আত্মহত্যার জেরে চাঞ্চল্য এলাকায়
স্থানীয় লোকজন বাবা ও মেয়েকে নিয়ে গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে বর্তমানে বাবা এবং মেয়ের অবস্থা খারাপ হওয়ায় তাদের ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584