কন্যা যখন মাতৃসমা! মেয়ের গর্বে গর্বিত পিতা

0
110

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

আজ বিশ্ব মাতৃ দিবস। মায়ের দিন আজ। বছরের এই একটা দিন তোলা থাকে শুধুমাত্র মায়েদের জন্য। সকাল থেকেই দেখছি ফেসবুকের নিউজ ফিডে মা-মেয়ে, মা-ছেলে, শ্বাশুড়ি-বৌমা তো আবার কখনো মায়ের একার ফোটো পোস্ট করে ক্যাপশনে বড় বড় করে মার্দাস ডে লিখে শেয়ার করছেন সকলে। যতই স্ক্রল করছি ততই এই ধরণের সুন্দর সুন্দর ফোটোতে আমার নিউজ ফিড ভরে যাচ্ছে।

proud | newsfront.co
ছবিঃ টুইটার

ঠিক মনে হচ্ছে আজকে ফেসবুকের নিউজ ফিডটাও শুধু মায়েদের জন্যই। তাই ফেসবুক ছেড়ে চোখ রাখলাম টুইটারে। ব্যাস, তারপরেই পেয়ে গেলাম একটা মোক্ষম ছবি। এতক্ষণে সে ছবি ভাইরাল। অনেকেই দেখেছেন আবার অনেকেই হয়ত দেখেননি। ছবিটা বাবা মেয়ের। হ্যাঁ, মাতৃদিবসে এরকম একটা ছবি হয়ত আর কোথাও দেখা যাবে না। গর্বে বুক ফুলিয়ে ডিএসপি থেকে এসপি হওয়া মেয়ের ইউনিফর্মের আভিজাত্য দেখছেন বাবা।

বাবার চোখে তখন মেয়ের প্রতি শুধুই সম্মান আর শ্রদ্ধা। বাবা মেয়ের এই যুগলবন্দি লক্ষ্য লক্ষ্য মানুষের মন জয় করে নিয়েছে আজ। কাঁধ শক্ত, মুখে হাসি, পুলিশের ইউনিফর্মে মেয়ের চেহারায় কর্তব্য ও নিষ্ঠার আলো ছড়াচ্ছে। মুখে আত্মতৃপ্তির হাসি। হ্যাঁ, তাঁর মেয়ে পেরেছে। নিজের লক্ষে স্থির থেকে আজ সফল তাঁর মেয়ে।

আরও পড়ুনঃ বর্ষাকালীন অধিবেশন নিয়ে আশাবাদী স্পিকার

রত্তানা নগাসেপাম, বৃদ্ধ বাবার এই মেয়ে সমগ্র দেশের গর্ব। মণিপুর পুলিশের ডিএসপি পদমর্যাদা থেকে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্টের পদে উঠে এসেছেন রত্তানা। তবুও তাঁর চোখে ‘সব পেরেছি, আমিই শ্রেষ্ঠ’ এরকম ভাব নেই। বরং বাবার খুশি দেখে আপ্লুত তিনি। এবার আপনারাই বলুন, যতই মাতৃদিবস হোক না কেন, এরকম একটা ছবি আজকের দিনে ভাইরাল না হলে কি সেটা ঠিক হত? সত্যিই, ফেসবুকের ওই পোস্টগুলোকে ছাপিয়ে আজকের সেরার সেরা বাবা মেয়ের এই যুগলবন্দি ছবি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here