ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
যতক্ষণ না সন্তান প্রাপ্ত বয়স্ক হচ্ছে তার ভরণ পোষণের দায়িত্ব বাবারই, সুপ্রিম কোর্টে একটি বিবাহ সংক্রান্ত মামলায় বিচারপতি এম এ শাহ এবং বিচারপতি এ এস বোপন্নার বেঞ্চ বলে স্বামী-স্ত্রীর বিচ্ছেদের জেরে সন্তানের ভবিষ্যৎ যাতে অনিশ্চিত না হয় সে কারণেই এই রায়।
ভারতীয় সেনাবাহিনীর এক আধিকারিক এবং তাঁর স্ত্রীর বিবাহবিচ্ছেদের পর তাঁদের সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে জটিলতা সৃষ্টি হওয়া ২০১৯ সালের একটি মামলায় এদিন এই রায় দেয় শীর্ষ আদালত। ২০০৫ সালে বিবাহ হয় ঐ সেনা আধিকারিকের । এরপর ২০১১ থেকে তাঁরা আলাদা থাকতে শুরু করেন ও তারপরে ডিভোর্সও হয় তাঁদের। সেনা আধিকারিককে সন্তানের ভরণপোষণের জন্য ৫০ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দেয় পারিবারিক আদালত এবং হাই কোর্ট। এক্ষেত্রে ১৪২ ধারা প্রয়োগ করে আদালত।
আরও পড়ুনঃ গত এক বছরে দেশে পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে ১৫১ জন বন্দীর, সংসদে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক
এরপর ২০১৯ সালে হঠাৎ করেই সন্তানের ভরণপোষণ বাবদ ঐ খরচ দেওয়া বন্ধ করে দেন ঐ সেনা আধিকারিক। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সন্তানের মা। মামলার শুনানিত দুই বিচারপতির বেঞ্চ ১৪২ ধারা অনুযায়ী তাঁকে সন্তানের ভরণপোষণ বাবদ খরচ দেওয়ার নির্দেশ দিয়েছে। আদালত বলে, বাবার মত একই মানের জীবনযাপনের অধিকার রয়েছে সন্তানের। এবং সন্তান প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত এই দায়িত্ব বাবাকেই নিতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584