নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
এক বাবার অনন্য কাহিনী! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কর্ণাটকের এক বাবা ও মেয়ের ছবি। রাস্তায় ভারী বৃষ্টিপাতের মধ্যেই এক ব্যক্তি ছাতা ধরে আছেন আর তার পাশে বসে একটি মেয়ে। জানা গেছে, ছবিটি কর্ণাটকের দক্ষিণ কান্নাডা জেলার সুলিয়া তালুকের প্রত্যন্ত গ্রাম বল্লাকার।
ছবিটিতে দেখা যাচ্ছে, ভারী বৃষ্টির মধ্যেই মেয়েটি রাস্তায় বসে এসএসএলসি’র অনলাইনে ক্লাস করছে। আর মেয়েকে বৃষ্টি থেকে বাঁচাতে ছাতা ধরে আছেন তার বাবা। ছবিটি ক্যামেরা বন্দি করেছেন সুলিয়ারই এক সাংবাদিক মহেশ পুচ্চাপাডি।
আরও পড়ুনঃ সোমবার থেকে খুলছে বার-পার্ক, ফের করোনা বিধি শিথিল দিল্লিতে
মহেশ মেয়েটির বাবাকে জিজ্ঞেস করেন এভাবে বৃষ্টির মধ্যে ক্লাসের কারণ কি? উত্তরে মেয়েটির বাবা জানান, “এটি তাদের জন্য প্রতিদিনের রুটিন। তবে, এখন ভারী বৃষ্টির কারণে তিনি তার মেয়ের ওপর ছাতা ধরে রাখেন যাতে মেয়ের ক্লাসে যোগ দিতে অসুবিধে না হয়।” তিনি জানান, এই জাতীয় ছাত্রছাত্রীদের সত্যিই পড়াশুনায় বিঘ্ন ঘটে যদি ভাল নেটওয়ার্ক না পাওয়া যায়। আর এই নেটওয়ার্কের সমস্যার কারণে গুটিগড়, বল্লাকা ও কামিলা এলাকার শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের জন্য বাড়ির বাইরে যেতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ন।
সেখানকার স্থানীয় পড়ুয়াদের একমাত্র ভরসা বিএসএনএল নেটওয়ার্ক। আর অনলাইন ক্লাসের জন্য প্রয়োজন 3G নেটওয়ার্কের। এছাড়া এলাকায় ইলেকট্রিক বিভ্রাট হলে মোবাইল কাজ করে না। জ্বালানির স্বল্প সরবরাহও একটি বড় সমস্যা।
আরও পড়ুনঃ আপার ইন্টারভিউ অনলাইনে করার ভাবনা কমিশনের
এই প্রসঙ্গে বিএসএনএল’র ফিক্সড অ্যাক্সেসের মুখ্য জেনারেল ম্যানেজার জি আর রবি জানিয়েছেন, “আমরা যেসব অঞ্চলে ব্যান্ডউইথ নেই, সেখানে ভারত এয়ারফাইবার ইন্টারনেটের মাধ্যমে এই সমস্যা সমাধানের চেষ্টা করছি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584