নিউজফ্রন্ট ডেস্ক, অসমঃ
করোনার দাপটে নাজেহাল গোটা বিশ্ব। ক্রমশ বাড়ছে সংক্রমিতের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও। করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। স্কুল, কলেজ থেকে শুরু করে বন্ধ রয়েছে অফিস-কাছারি সহ বিভিন্ন কর্মসংস্থান। দীর্ঘদিন এভাবে চলতে থাকায় কাজ হারিয়েছেন বহু মানুষ।
এহেন পরিস্থিতিতে আর্থিক সঙ্কটে জর্জরিত হয়ে মাত্র ১৫ দিনের শিশুকন্যাকে ৪৫ হাজার টাকায় বিক্রি করে দিলেন বাবা। শিশুকন্যার বাবা পেশায় একজন পরিযায়ী শ্রমিক। ঘটনাটি ঘটেছে অসমের কোকরাঝাড়ে। তবে পরে পুলিশের তৎপরতায় শিশু কন্যাটিকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় বাবা এবং দুই মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুনঃ ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে অসম, বিহারের বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্ত প্রায় ৩৭ লক্ষ মানুষ
পুলিশ সূত্রে খবর, কোকরাঝাড়ের ধানতলা-মন্দারিয়া গ্রামের বাসিন্দা দীপক ব্রহ্ম লকডাউনে কাজ খুইয়ে গুজরাত থেকে অসমে ফেরেন। এরপর পরিবার নিয়ে তাঁকে চরম আর্থিক কষ্টের মধ্যে পড়তে হয়। সম্প্রতি স্ত্রী ও এক সন্তানকে নিয়ে শ্বশুড়বাড়িতে উঠেছিল দীপক। সেখানে দিন পনেরো আগে একটি কন্যা সন্তানের জন্ম দেয় তাঁর স্ত্রী।
আরও পড়ুনঃ ক্রমশ বাড়ছে সোনার দাম
এদিকে, দীপক সংসারের খরচ চালাতে বিভিন্ন জায়গায় কাজের খোঁজে বেরিয়ে পড়েন। কিন্তু করোনার জেরে কোথাও কাজ না পেয়ে শেষপর্যন্ত নিজের ১৫ দিনের সন্তানকে বিক্রির সিদ্ধান্ত নেন দীপক। গত ২ জুলাই মাত্র ৪৫ হাজার টাকার বিনিময়ে দীপক তাঁর সন্তানকে দুই মহিলার হাতে তুলে দেন। এরপর দীপকের স্ত্রী স্থানীয় থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরই পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে শিশুটিকে উদ্ধার করে। ঘটনায় দীপক ছাড়াও দুই মহিলাকে গ্রেপ্তার করে জেরা করে পুলিশ। এক নিঃসন্তান দম্পতির জন্যই ওই শিশুটিকে কেনা হয়েছিল বলে পুলিশি জেরায় জানায় ধৃত ওই দুই মহিলা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584