মোহনা বিশ্বাস,ওয়েবডেস্কঃ
করোনার প্রভাবে ভারতের অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে। তাই ভারতের অর্থনীতিকে চাঙ্গা করতে গত মঙ্গলবার দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে করোনা মোকাবিলায় ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার থেকে এই প্যাকেজের বিষয় বিস্তারিত বিবরণ দিচ্ছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই আর্থিক প্যাকেজ কোন খাতে কিভাবে ব্যবহার করা যাবে তা জানাচ্ছেন অর্থমন্ত্রী।
শনিবার চতুর্থ দফার আর্থিক প্যাকেজে কয়লা, খনিজ, প্রতিরক্ষা, মহাকাশ, বিদ্যুত, অসামরিক বিমান পরিবহনের ক্ষেত্রে একাধিক সংস্কারের কথা ঘোষণা করলেন নির্মলা সীতারমন। বাড়ানো হল প্রতিরক্ষা খাতে বিদেশী বিনিয়োগের সর্বাধিক মাত্রা। এদিন ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আগের এফডিআই-এর মাত্রা ছিল ৪৯%। তা বাড়িয়ে ৭৯% করা হল এফডিআই মাত্রা।
আরও পড়ুনঃ আর্থিক প্যাকেজ থেকে কী সুরহা পাবেন কৃষক, উঠছে প্রশ্ন
সূত্রের খবর, প্রতিরক্ষা খাতে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগে সরকারি অনুমোদনের প্রয়োজন হয় না। এদিন নির্মলা সীতারমণ বলেছেন, “যে অস্ত্রগুলো ঘরোয়া প্রযুক্তিতে তৈরি সম্ভব, সেগুলোর আমদানি বন্ধ করবে ভারত। প্রতিরক্ষা মন্ত্রক একটা তালিকা তৈরি করছে। সেই তালিকা মেনে আমদানিকৃত দেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। আত্মনির্ভর ভারত ভারত গঠনে এই সিদ্ধান্ত কার্যকরী ভূমিকা নেবে।” তিনি আরও জানান, দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্রগুলোর স্পেয়ার পার্টস তৈরি করবে দেশীয় সংস্থা। এই উদ্যোগ প্রতিরক্ষা আমদানি খরচ কমাবে।
এছাড়াও এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, এয়ারস্পেসের বাস্তবসম্মত ব্যবহার করা হবে। এতে সফরের সময় কমবে, জ্বালানি খরচ কমবে। যতটা সম্ভব বেশি ব্যবহারের অনুমতি দেওয়া হবে। আরও ৬টি বিমানবন্দর নিলাম করা হবে। কাজ হবে পিপিপি মডেলে। বিমানের রক্ষণাবেক্ষনের কাজ হবে ভারতেই। এতে রক্ষাণবেক্ষণে খরচ কমবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584