ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
এলআইসি নিয়ে কংগ্রেস নেতা অজয় মাকেনের অভিযোগকে ঘিরে তীব্র আতঙ্ক দেশজুড়ে। গত বুধবার এক সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন বীমা সংস্থা এলআইসিতে রাখা গ্রাহকদের বিপুল পরিমাণ টাকা গত পাঁচ বছরে বিপুল অংকে কেন্দ্র বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা বিনিয়োগ করেছে ।
উল্লেখ্য, এ প্রসঙ্গে তারা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর দেওয়া রিপোর্টকে খাড়া করে দাবি করছে ১৯৫৬ সালে এলআইসি গঠনের পর থেকে ২০১৪ পর্যন্ত ছ’দশকে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থায় এলআইসির মোট ₹১১.৯৪ লাখ কোটি ঢালা হয়েছিল। তবে ২০১৯-এ এক লাফে তা বেড়ে হয় ₹২২.৬৪ লাখ কোটি। অতএব মাত্র ৫ বছরেই এলআইসির ₹১০.৭ লাখ কোটি অন্যত্র বিনিয়োগ করা হয়েছে ।
আরও পড়ুনঃ এনআরসি আতঙ্কে মৃতার বাড়িতে বিধায়ক
এমনিতেই দেশব্যাপী মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগ এই সরকার অর্থনৈতিক অবস্থার বেহাল দশা করে ছেড়েছে। দেশের জিডিপি নিম্নগামী । অটোমোবাইল সেক্টরে লাভের অংক বিপুল পরিমাণে হ্রাস, এবং দেশের বিভিন্ন ব্যাংক থেকে বিপুল অংকের টাকা নিয়ে দেশ ছেড়ে পলাতক একাধিক শিল্পপতি । এমন অবস্থায় এলআইসিকে নিয়ে কংগ্রেসের অভিযোগে আতঙ্ক দেশব্যাপী। অবশ্যই এলআইসির পক্ষ থেকে জানা গেছে ”দুশ্চিন্তার কোনও কারণ নেই। ভারতীয় জীবনবিমা নিগম এদেশের নিরাপদতম অর্থনৈতিক প্রতিষ্ঠান।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584