গভীর রাতে মহিলার কান্নার আওয়াজে আতঙ্কিত তিহার বন্দীরা

0
296

ওয়েব ডেস্ক,নিউজফ্রন্টঃ

তিহার জেল। নাম প্রায় সবারই জানা। নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সাংঘাতিক কয়েদিদের কথা । বড়োসড়ো অপরাধী সাজা প্রাপ্ত কুখ্যাত, সাংঘাতিক দাগী আসামিদের তিহার জেলে বন্দী করে রাখা হয়। সেই জন্যই তিহার জেল বিখ্যাত।

tihar jail | newsfront.co
চিত্র সৌজন্যঃ ইন্ডিয়া টু ডে

কিন্তু বর্তমানে এই তিহার জেল সংবাদ শিরোনামে এক ভয়ঙ্কর কারণে। যা শুনলে গা কাঁটা দেবে আপনারও। তিহার জেলের মহিলা বিভাগের ছয় নম্বর সেল থেকে নিংড়ে নিংড়ে কান্না করার শব্দ শোনা যায়। সাক্ষী জেলবন্দি কয়েদিরা।

রাত দুটো বাজলেই প্রতিদিন এই কান্নার শব্দ শুনতে পাচ্ছেন জেলবন্দি কয়েদিরা । আতঙ্কে দিন কাটছে তাদের । কয়েদিদের মধ্যে কারোর কারোর অনুমান জেলের ওই ছয় নম্বর সেলে একজন নিরপরাধ সাজাপ্রাপ্ত মহিলা আত্মহত্যা করেছিলেন। তার আত্মায় নাকি ঘুরে বেড়াচ্ছে তিহার জেল জুড়ে।

ঘটনার সত্যতা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে প্রশাসনিক মহলে। তবে জেল কর্তৃপক্ষের পক্ষ থেকে পুরো বিষয়টি তদন্ত করার উদ্যোগ নিয়েছে।আদৌও এই ঘটনার কোনো সত্যতা আছে কিনা বা এই ঘটনার পিছনে অন্য কোন রহস্য আছে কিনা তা তদন্ত করে জানাবে জেল কর্তৃপক্ষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here