শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ
ভয়াবহ পেটের রোগ জল দূষিত জন্ডিস বা ডাইরিয়া যে কোনো দিন মহামারীর আকার ধারণ করতে পারে পদ্মপুকুর খরাইল এলাকাসহ আশেপাশে অনেক জায়গায়। এলাকার বাসিন্দারা আতঙ্কিত ও ভীত হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বালুরঘাট পুরসভার ১৫ নং ওয়ার্ডে পদ্মপুকুর এলাকায় তিন মাথা মোড়ের কাছে মেইন রোডের ধারে পানীয় জলের পাইপ ফেটে যাওয়াতে পাইপের মধ্যে নোংরা দূষিত জল ঢুকে পড়ছে। সেই জল ওই এলাকার বাসিন্দা ও আশেপাশের পাড়া থেকে প্রচুর লোক পানীয় জল হিসাবে ব্যবহার করে।
এই পাইপ ফেটে যাওয়া অংশটিতে বরো গর্তের আকার ধারণ করেছে। পাইপ ফেটে জল দিনে তিন চারবার দুইঘন্টা করে গর্ত উপচিয়ে রাস্তার উপর দিয়ে ড্রেনে বা নিচু জায়গায় ভেসে যায়। এতে প্রচুর জল অপচয় হয়।
ভারতবর্ষের বেশ কিছু অংশে যখন জলের হাহাকার পড়েছে। কষ্টে আছে বহু মানুষ। তখন চলছে এই জল অপচয়।
এই প্রসঙ্গে বলা যায় বালুরঘাট পুরসভার বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্পের কাজ ১০ বছর ধরে শুধু প্রতিশ্রুতি চলছে।
কবে যে এই প্রকল্পের কাজ শেষ হবে ও বাড়ি বাড়ি জল পাবে কেউ জানে না। এলাকার বাসিন্দা সমর কুমার কুন্ডু বলেন এই জায়গায় এই জলটা প্রায় এক দেড় মাস হল প্রতিদিন জল বেরিয়ে যায় জলের অপচয় হচ্ছে।
আরও পড়ুনঃ বীরভূমে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ,আতঙ্ক এলাকায়
এছাড়াও জলের পাইপের মধ্যে যখন জলের প্রেসার থাকেনা তখন এই নোংরা জল পাইপের ভেতরে ঢুকে পরে। এইটা অবিলম্বে ঠিক করার দরকার। তিনি আরও বলেন বর্তমানে পুরসভায় কোন বোর্ড নেই তাই এইসব ব্যাপারে অভিযোগ কাকে জানাবো? প্রশাসনের অবিলম্বে এই ব্যাপারটা দেখা উচিত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584