শ্যামল রায়,কালনাঃ
মন্তেশ্বর থানার অন্তর্গত ঠাকুরপুকুর মোড়ের এলাকায় ট্যারেন্টুলা দেখতে পেয়ে এলাকার মানুষ আতঙ্কিত। মন্তেশ্বর ব্লকের কর্মচারী সত্যজিৎ গোস্বামী এই ট্যারেন্টুলা জাতীয় মাকড়শাকে উদ্ধার করে রেখেছেন। এই বিরল প্রজাতির মাকড়সাকে ঘিরে এলাকার মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন।
সত্যজিৎ গোস্বামী জানিয়েছেন যে খুব আউট করার মতো দেখতে এই মাকড়সা তাদের বাড়ির বাথরুমের পাশে ছিল। প্রথমে দেখতে পেয়ে সকলেই আতঙ্কিত হয়ে পড়েন। তিনি জানান পরে সাহসিকতার সঙ্গে ওই ট্যারেন্টুলাকে ধরে ফেলে এবং কাগজের মধ্যে আটকে রাখা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
বর্তমানে ট্যারেন্টুলা মাকড়সা নিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্কের ছাপ রয়েছে আর মন্তেশ্বর এই ধরনের বিরল প্রজাতির মাকড়শাকে দেখতে পেয়ে মানুষ আরো আতঙ্কের মধ্যে পড়েছেন।
যদিও প্রাণিসম্পদ বিভাগের বিশেষজ্ঞদের মারফত খবর পাঠানো হয়েছে এবং বিষয়টি পরীক্ষা নিরীক্ষার জন্য এই মাকড়সা কে নিয়ে যাওয়া হবে বলে প্রাথমিক সূত্রে জানা গিয়েছে।
অনেকেই মনে করছেন এই এলাকায় এই ধরনের বিরল প্রজাতির মাকড়সা হামেশাই দেখতে পাওয়া যায় তারা বিষয়টি পরীক্ষা নিরীক্ষার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন নিবেদন জানিয়েছেন।
তবুও আতঙ্কের মধ্যে এলাকার বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584