অমিত শাহের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হোকঃ ইউ এস কমিশন

0
190

ওয়েব ডেস্কঃ

ইউএসএস কমিশন ফর ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম সংক্ষেপে ইউ এস সি আই আর এফ গত সোমবার এক বিবৃতিতে জানিয়েছে  যে যদি নাগরিকত্ব সংশোধনী বিল সংসদের দুই কক্ষ পাস হয় তাহলে ইউ এস সরকারের উচিত হবে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধান প্রধান নেতাদের উপর নিষেধাজ্ঞা জারি করা।

সোমবার লোকসভায় বিলটি পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিলের একাধিক অংশ নিয়ে আপত্তি তোলে বিরোধীরা এমনকি বিলটিকে ‘অসাংবিধানিক’ বলেও আখ্যা দেওয়া হয়। লোকসভায় বিলটি পেশ করার পরেই ইউএস কমিশনের এই বিবৃতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

গতকাল লোকসভায় বিল নিয়ে আলোচনার সময় অমিত শাহকে জার্মান স্বৈরশাসক নাৎসি প্রধানের সাথে তুলনা করতেও ছাড়েনি বিরোধীরা।প্রায় ১২ ঘন্টার উত্তপ্ত আলোচনা, সংসদ ভবনের ভিতরে, বাইরে দেশ জুড়ে প্রবল বিরোধিতার সত্ত্বেও অবশেষে মধ্যরাতে লোকসভায় পাশ হয়ে গেল বহু বিতর্কিত সেই নাগরিকত্ব সংশোধনী বিল। বিলের পক্ষে ভোট পড়েছে ৩১১টি বিপক্ষে ৮০টি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here