ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:
ভুজ কান্ডের রেশ কাটতে না কাটতেই আবার শিরোনামে গুজরাট।ভুজের এক কলেজে ৬৮ জন ছাত্রীর অন্তর্বাস খুলে ঋতুমতী কিনা পরীক্ষায় বিতর্কের মাঝেই সুরাট মিউনিসিপাল কর্পোরেশনের ট্রেনি মহিলা ক্লার্কদের মেডিক্যাল টেস্টের নামে দীর্ঘ সময় ধরে একটা ঘরে একসঙ্গে নগ্ন করে দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠল।
সুরাট মিউনিসিপাল কর্পোরেশন পরিচালিত হাসপাতালের গাইনোকোলজি বিভাগের একটি ঘরে একসঙ্গে দীর্ঘক্ষণ নগ্ন করে দাঁড় করিয়ে রেখে সবার সামনেই একে একে পরীক্ষা করা হয় ওই মহিলা ক্লার্ক ট্রেনিদের, করা হয় ব্যক্তিগত প্রশ্নও। এমনকি অবিবাহিত মহিলা ক্লার্ক ট্রেনিদের ‘আগে তারা কখনো গর্ভবতী হয়েছেন কিনা?’ ধরনের অস্বস্তিকর প্রশ্ন সহ পরীক্ষার সম্মুখীন হতে হয় সবার সামনেই বলে অভিযোগ।
গত ২ই ফেব্রুয়ারির সুরাট মিউনিসিপাল কর্পোরেশন পরিচালিত মেডিকেল এডুকেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউটের এই ঘটনায় হৈচৈ পড়ে যায়। সুরাট মিউনিসিপাল কমিশনার বি. পানি শুক্রবার ঘটনায় তদন্তের নির্দেশ দেন।হাসপাতালের ডিন বন্দনা দেশাই জানান যে ঘটনা তার জানা ছিল না। এখন তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও জানান যে ১৫ দিনের মধ্যেই সেই কমিটি রিপোর্ট পেশ করবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584