ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:-
ঋণ মকুব, ফসলের ন্যায্য দামসহ বনের জমির উপর আদিবাসীদের অধিকারের মতো একগুচ্ছ দাবি নিয়ে গত ৬ মার্চ থেকে পথে নেমেছেন কৃষকরা। কাঁধে কাস্তে-হাতুড়ি আঁকা লাল ঝাণ্ডা নিয়ে দলে দলে এবার তারা হেঁটে আসছেন মুম্বাইয়ের দিকে। সংখ্যাটা ইতিমধ্যেই ৩০ হাজার ছাড়িয়ে গেছে। সোমবার তারা ঘেরাও করবেন মহারাষ্ট্রের বিধানসভা ভবন।
বিজেপি শাসিত মহারাষ্ট্রে সিপিএমের কৃষক সভার এমন আন্দোলন বিজেপির ‘গড়’ মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়নবিসের সরকারকে চিন্তায় ফেলে দিয়েছে।
ইতিমধ্যেই কৃষক সভার এই বিক্ষোভ সমাবেশকে সমর্থন করেছে মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস ও শিবসেনা।কিন্তু যেভাবে চাষিরা কৃষক সভার ঝাণ্ডা হাতে নিয়ে রাস্তায় নেমেছেন, তাতে উদ্বিগ্ন বিজেপি নেতৃত্ব।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584