কৃষক পদযাত্রা, কাল বিধানসভা ঘেরাও,চিন্তায় বিজেপি

0
87

ওয়েবডেস্ক, নিউজফ্রন্ট:-
ঋণ মকুব, ফসলের ন্যায্য দামসহ বনের জমির উপর আদিবাসীদের অধিকারের মতো একগুচ্ছ দাবি নিয়ে গত ৬ মার্চ থেকে পথে নেমেছেন কৃষকরা। কাঁধে কাস্তে-হাতুড়ি আঁকা লাল ঝাণ্ডা নিয়ে দলে দলে এবার তারা হেঁটে আসছেন মুম্বাইয়ের দিকে। সংখ্যাটা ইতিমধ্যেই ৩০ হাজার ছাড়িয়ে গেছে। সোমবার তারা ঘেরাও করবেন মহারাষ্ট্রের বিধানসভা ভবন।

এগিয়ে চলেছে কৃষক সভা(ছবি-সংগৃহীত)

বিজেপি শাসিত মহারাষ্ট্রে সিপিএমের কৃষক সভার এমন আন্দোলন বিজেপির ‘গড়’ মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়নবিসের সরকারকে চিন্তায় ফেলে দিয়েছে।

ইতিমধ্যেই কৃষক সভার এই বিক্ষোভ সমাবেশকে সমর্থন করেছে মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস ও শিবসেনা।কিন্তু যেভাবে চাষিরা কৃষক সভার ঝাণ্ডা হাতে নিয়ে রাস্তায় নেমেছেন, তাতে উদ্বিগ্ন বিজেপি নেতৃত্ব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here