বড়সড় ফেরি দুর্ঘটনা বাংলাদেশে, নিখোঁজ বহু যাত্রী

0
142

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ক্রমবর্ধমান করোনা সংক্রমণের কারণে সোমবার থেকে বাংলাদেশে শুরু হচ্ছে সাত দিনের টানা লকডাউন। রবিবার তাই বাড়ি ফেরার ভিড় দেখা গিয়েছে বিভিন্ন ফেরি ঘাটে। এই অবস্থায় সন্ধে নামার কিছু আগে কালবৈশাখীর দাপটে ঘটল লঞ্চ দুর্ঘটনা।

Bangladesh Ferry accident | newsfront.co
ছবি: বিবিসি

নারায়ণগঞ্জের কাছে শীতলক্ষা নদীতে লঞ্চ ডুবে ৫০ জনের বেশি যাত্রী নিখোঁজ। মৃত্যুর আশঙ্কা বাড়ছে ক্রমশ। অত্যাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে রাবিদ আল হাসান নামে একটি লঞ্চ ডুবে যায়। এই লঞ্চটি নারায়ণগঞ্জ টার্মিনাল ঘাট থেকে মুন্সীগঞ্জ টার্মিনাল ঘাটে যাচ্ছিল।

রবিবার ঝড়ের কবলে পড়ে একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটি ডুবে যায়। নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে অন্তত ৫০ জন যাত্রী নিয়ে লঞ্চটি মুন্সীগঞ্জ টার্মিনাল যাওয়ার পথে মদনগঞ্জ কয়লাঘাট সেতু সংলগ্ন এলাকায় প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে। বিপরীত দিক থেকে আসা একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লাগে লঞ্চটির। কালবৈশাখীর কারণে শীতলক্ষা নদী তখন উত্তাল। ফলে উদ্ধার কাজ শুরু করা যায়নি তখনি।

সোমবার থেকে টানা সাতদিনের লকডাউন শুরু হচ্ছে বাংলাদেশে। ঢাকার বিভিন্ন ঘাট থেকে যাত্রীরা কোনওরকমে বাড়ি মুখো হচ্ছেন। তেমনই নারায়ণগঞ্জ থেকেও অনেকে গ্রামের বাড়িতে ফিরছেন। লকডাউনের কারণে, সমস্তরকম গণপরিবহণ বন্ধ থাকবে এমনই জানানো হয়েছে। তবে চালু থাকবে জরুরি পরিষেবা পণ্য পরিবহণ।

আরও পড়ুনঃ উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত ৯০ হাজারের বেশী

গত বছর প্রথম লকডাউনের সময় জীবনের ঝুঁকি নিয়ে বহু মানুষ কর্মস্থল থেকে গ্রামের বাড়িতে ফিরেছিলেন। এবার লকডাউনের আগেই শুরু হয়েছে সেই ভিড়। আর তারই মাঝে শীতলক্ষা নদীতে ঘটে গেলো এই মর্মান্তিক দুর্ঘটনা।

আরও পড়ুনঃ ছত্তিশগড় মাওবাদী সংঘর্ষে ক্রমশ বাড়ছে মৃতের সংখ্যা, ২২ জওয়ানের দেহ উদ্ধার

বাংলাদেশ স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। প্রতিদিন ভাঙছে আগের দিনের রেকর্ড। শনিবার পর্যন্ত নতুন করে আরও ৬ হাজার ৮৩০ জন জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট ৬ লক্ষ ২৪ হাজার ৫৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে ৯ হাজার ১৫৫ জন।
নতুন করোনা থেকে সুস্থ হয়েছে ২ হাজার ৪৭৩ জন। মোট ৫ লক্ষ ৪৭ হাজার ৪১১ জন করোনা থেকে সুস্থ হলেন বলে জানানো হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here