কবির হোসেন, মুর্শিদাবাদঃ
সালারের টিয়া ঘাটে নৌকা চলাচল বন্ধ ফলে সমস্যায় পড়েছেন সবজি চাষী থেকে নিত্য অফিস যাত্রীরা। গত কয়েকদিন লাগাতার বৃষ্টি ও ব্যারেজ থেকে জলছাড়ায় বিপদ সীমার উপর দিয়ে বইছে বাবলা নদী। এমত অবস্থায় নৌকা ঘাট জলের তলায় চলে গেছে। ফলে শক্তিপুর, বাজার সো, মানকিহার মিল্কি, রামনগর এমনকি বহরমপুরের সাথে সালারের যোগাযোগ একপ্রকার বন্ধ।
একেই লকডাউনের কারণে লোকাল ট্রেন বন্ধ ফলে চাষীরা ঘাট পেরিয়ে সালার বাজারে সবজি নিয়ে আসত। কিন্তু ঘাটে দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয় ঘুর পথে আস্তে হচ্ছে। ফলে খরচ বেড়েছে অনেকটা, আর তাই শাকসবজির দামও বেড়ে গেছে অনেকটা বেশি সময় লাগছে হয়রানিও হতে হচ্ছে চাষীদের। সময়মতো সবজি সাপ্লাই দিতে পারছেন না তারা।
তাছাড়া অপর্যাপ্ত যানবাহন ও গাড়ি ভাড়া বেশি দাবি করায় আরোও সমস্যা সবজি চাষীদের। তার ওপর গত কয়েকদিনের নিম্নচাপের বৃষ্টির জেরে সময়মতো বাজারজাত না হলে মাঠেই ফসল নষ্ট হয়ে যাচ্ছে। চাষীরা আরো বেশি আর্থিক সমস্যায় পড়েছে।
আরও পড়ুনঃ করোনার জেরে বন্ধ হল পাতালেশ্বর মন্দিরের দরজা
একই সমস্যায় নিত্য যাত্রীরাও মোটর বাইক নিয়ে পারাপার হতে পারছেন না ফলে অনেকটা পথ ঘুরে যেতে হচ্ছে। একদিকে যেমন সময় লাগছে বেশি অপর দিকে খরচও বেশি হচ্ছে। এসব অসুবিধার কারণে লোকাল ট্রেন পরিষেবা চালুর জন্য দাবি জানছে সকলেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584