মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনের জেরেই বন্ধ ছিল এ রাজ্যে গণপরিবহণ পরিষেবা। বর্তমানে চলছে চতুর্থ দফার লকডাউন। আগামীকালই শেষ হবে এর মেয়াদ। এরপর লকডাউনের সময়সীমা আরও বাড়বে কিনা তা এখনও জানা যায়নি। তবে তার আগে শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ১ জুন থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে পুরোদমে চলবে বাস, অটো, রিকশা। খোলা থাকবে সমস্ত দোকানপাটও।
এরপরই প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দিয়ে জানানো হয় যে, আগামী ১ জুন, সোমবার থেকেই শুরু হচ্ছে ফেরি পরিষেবা। পরিবহন দপ্তর সূত্রে খবর, সামাজিক দূরত্ব মেনেই বহন ক্ষমতার ৪০ শতাংশ যাত্রী নিতে পারবে জলযানগুলি। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম এবং হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি রাজ্য সরকারের নির্দেশ মতো সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফেরি পরিষেবা দেবে। তবে মাস্ক ছাড়া কোনও যাত্রীকে জলযানে উঠতে দেওয়া হবে না। যেসব ফেরিঘাট পুরসভা, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি দেখাশোনা করে সেইসব ফেরিঘাটগুলিতেও চালু হতে চলেছে এক নিয়ম।
আগামী ১ জুন থেকে একঘন্টা অন্তর কোন কোন রুটে ফেরি পরিষেবা দেওয়া হবে, দেখে নিন এক ঝলকে:
১) হাওড়া থেকে শিপিং
২) হাওড়া থেকে ফেয়ারলি
৩) হাওড়া থেকে বাগবাজার ভায়া আহিরিটোলা এবং শোভাবাজার
৪) কুটিঘাট থেকে বেলুড়
৫) রামকৃষ্ণপুর থেকে চাঁদপাল
৬) চাঁদপাল থেকে হাওড়া ভায়া ফেয়ারলি
৭) ফেয়ারলি থেকে কুটিঘাট ভায়া রতনবাবু-কাশীপুর ঘাট এবং বাগবাজার
৮) নুরপুর থেকে গাদিয়াড়া
৯) নাজিরগঞ্জ থেকে মেটিয়াবুরুজ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584