একা কৃষি আইনে রক্ষা নেই, দোসর সারের মূল্যবৃদ্ধি

0
78

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

তিন কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এখনও চলছে কৃষক বিদ্রোহ। তার মাঝেই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সারের। ইফকো ব্যাপক হারে দাম বাড়িয়েছে বিভিন্ন ধরণের সারের।

farmers | newsfront.co
প্রতীকী চিত্র

ফসল উৎপাদনে সবথেকে বেশি ব্যবহার হয় ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) , যার দাম এক ধাক্কায় বেড়ে হতে চলেছে ব্যাগ প্রতি ১ হাজার ৯০০ টাকা, বর্তমান দাম ১২০০ টাকা। একইসঙ্গে বেড়েছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ এবং সালফারের বিভিন্ন অনুপাতের দামও। উল্লেখযোগ্য বিষয় হলো সারের মূল্য এখন আর নিয়ন্ত্রিত নয়। পেট্রল, ডিজেলের মতো সারের দামও ঠিক হয় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বাজারের উপর নির্ভর করে। ডিএপি, এমএপি এবং এনপিকে সারের ক্ষেত্রে নিয়ন্ত্রণ উঠে গিয়েছে।

আরও পড়ুনঃ কয়লা পাচার কাণ্ডে নয়া মোড়! অভিষেকের স্ত্রী ও শ্যালিকার অ্যাকাউন্টে বিশাল অংকের অর্থের লেনদেন

সারের বর্ধিত দামের কথা সামনে আসার পর প্রবল বিরূপ প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ইফকো এক বিবৃতিতে জানিয়েছে, এখনও ইফকোর কাছে পুরোনো স্টকের প্রায় ১১ লক্ষ ২৬ হাজার টন সার রয়েছে। তা পুরোনো দামেই বিক্রি করা হবে। ইফকো-র পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম যদি কমে বাড়বে না তাদের সারের দামও। কিন্তু এর সবটাই ‘যদি’ -র ওপর নির্ভরশীল।

আরও পড়ুনঃ ইডি সম্পর্কে বিস্ফোরক তথ্য! রাফালের কমিশন ঢুকেছে মিডলম্যানের পকেটে, রিপোর্ট মিডিয়াপার্টের

অন্যদিকে বাংলায় নির্বাচন চলাকালে সারের মূল্যবৃদ্ধিতে যথেষ্ট অস্বস্তিতে কেন্দ্রের বিজেপি সরকারও, কৃষিপ্রধান রাজ্যে সারের মূল্যবৃদ্ধি ভোটযন্ত্রে প্রভাব ফেলবে কিনা সে নিয়ে চিন্তার ভাঁজ বিজেপির কপালে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here