নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
লকডাউন ভেঙে কেন্দ্র-রাজ্য বিরোধী বিক্ষোভ দেখালেন রাজ্য বাম নেতৃত্ব। আর তার জেরেই গ্রেফতার হতে হল তাঁদেরকে। বামেদের অভিযোগ, পুলিশই অতি সক্রিয় হয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম ভেঙে তাঁদের গ্রেফতার করেছে।
পুলিশের পালটা দাবি, বারবার সরে যেতে বলা সত্ত্বেও বিক্ষোভকারীরা লকডাউন ভাঙতে অনড় ছিল। তাই এই পদক্ষেপ।যদিও বামেদের অভিযোগ, যে স্বাস্থ্যবিধি ও লকডাউনের নিয়ম লঙ্ঘনের অভিযোগে তাঁদের গ্রেফতার করা হল সেই নিয়মই ভঙ্গ করেছে পুলিশ।
সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে নেতা-নেত্রীদের সঙ্গে ধস্তাধস্তি করা হয় বলেও অভিযোগ। বাম নেতৃত্বের দাবি লকডাউনের জেরে গরিব-দুঃস্থ মানুষেরা ঠিকভাবে ত্রাণ পৌঁছচ্ছে না, রেশন নিয়ে দুর্নীতি হচ্ছে, এমনকী লকডাউন সঠিক ভাবে পালন হচ্ছে না সর্বত্র।
আরও পড়ুনঃ করোনা রুখতে সিল করা হল পূর্ব কলকাতার একাধিক হটস্পট এলাকা
কেন্দ্র ও রাজ্য সরকার উভয়ের বিরুদ্ধেই অভিযোগে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে বামফ্রন্ট। রাজ্যে করোনার টেস্ট ঠিকঠাকভাবে হচ্ছে না বলেও অভিযোগ করেছেন তাঁরা। প্রসংগত এদিন রেড রোডে ১৫ মিনিট অবস্থান বিক্ষোভে শামিল হন বাম নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584